ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন

প্রকাশিত: ০৯:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০

পদাতিক নাট্য সংসদ বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ ঢাকা মহানগর জুড়ে দিনব্যাপী একুশের গান এবং পথনাটক ভ্রাম্যমাণ প্রদর্শন করে। ঐতিহ্য অনুযায়ী রায়েরবাজার বধ্যভূমিতে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও অহ্বায়ক বাংলা বই মেলা টরেন্টো, কানাডার শেখ এস আহমেদ সাদী। ভ্রাম্যমাণ মঞ্চ নিয়ে পরবর্তীতে পদাতিক নীলা বাজার ৩০০ ফিট, পূর্বাচল, ও মিরপুর ৬ নম্বর সেকশন ডি ব্লক মুকুল ফৌজ মাঠে প্রদর্শনী শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে। এসব স্থানে পদাতিক সঙ্গীত সংসদের শিল্পীরা একুশের গান পরিবেশন করে। পদাতিক নাট্য সংসদ দলীয় পথনাটক ‘নুরু মিয়ার কিচ্ছা’ প্রদর্শন করে। পাশাপাশি গতি থিয়েটার ‘বাজীকর’ এর অবয়ব নাট্যদল ‘তোলো আওয়াজ’ পথ নাটক মঞ্চায়ন করে। অনুষ্ঠানটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে, কেননা একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান মূলত কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হওয়ায় এই সকল এলাকার দর্শকরা এ ধরনের অনুষ্ঠান থেকে বঞ্চিত থাকে। পদাতিকের এমন ব্যতি?মী উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতার আশা ব্যক্ত করেন। প্রসঙ্গত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেভারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং পথনাটক পরিষদের তালিকাভুক্ত নাট্যদল পদাতিক নাট্য সংসদ (বাংলাদেশ)। ১৯৭৮ সাল থেকে পদাতিক সংস্কৃতির বিভিন্ন শাখায় পদচারণার মাধ্যমে দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। পদাতিক দেশী-বিদেশী শিল্পীদের নিয়ে ১৯৯৮ সাল থেকে একুশে পদাতিক সাংস্কৃতিক সম্মিলন পরিচালনা করে আসছে। যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে।
×