ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে নিখোঁজ স্কুল ছাত্র আরমানের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বাঁশখালীতে নিখোঁজ স্কুল ছাত্র আরমানের লাশ উদ্ধার

নিজম্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হতে কুতুবদিয়া দরবারে বার্ষিক ওরশ শরীফ যাওয়ার পথে গন্ডামারা খাটখালী সাগর মোহনায় ফিশিং ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরমানের লাশ উদ্ধার করেছে স্থানীয় মাঝি মল্লারা। নিখোঁজের ৪দিন পর রবিবার (২৩ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে বঙ্গোপসাগরের গন্ডামারা ইউপির নির্মানাধীন কয়লা বিদ্যুতের পশ্চিমে সাগরের পানিতে ভেসে উঠে স্কুল ছাত্র আরমানের লাশ। উদ্ধারকারী স্থানীয় মাঝি মল্লারা তার লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করে। পরে তার লাশ নিহত পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য উদ্ধারকারী ফিশিং বোটগুলো খানখানাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্কুল ছাত্র আরমান সহ এ পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় ৭জনের মৃত্যু ঘটেছে। তাছাড়া স্কুল ছাত্র আরমানের লাশ উদ্ধার হওয়ায় উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করেছে স্থানীয় ৫টি ফিশিং বোটের মাঝি মল্লারা। নৌকা ডুবিতে নিহত মোঃ আরমান (১৬) উপজেলার খানখানবাদ ইউপির ডোংরা গ্রামের মোঃ হাসান শরীফের পুত্র। উল্লেখ্য গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) কাথরিয়া থেকে সকাল ৯টায় ও খানখানা বাদ থেকে সকাল ১০ টায় কুতুবদিয়ার দরবারের উদ্দেশ্যে বোট দুটি রওনা দেন। ১১টার দিকে কাথরিয়া জলকদর খালে ও গন্ডামারার খাটখালী মোহনায় সংগঠিত পৃথক ট্রলার ডুবির ঘটনা দুটি ঘটে। ট্রলার ডুবির ৪দিন পর রবিবার নিখোঁজ স্কুল ছাত্র আরমানের লাশ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭ এ।
×