ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

প্রকাশিত: ১২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনা সাহিত্য সমাজে উদ্যোগে নেত্রকোনা সদরের বকুলতলায় দু’দিনব্যাপী ২৪তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি কামাল চৌধুরী। গত শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন কবি হাবিবুর রহমান আহমেদ। এরপর পর্যায়ক্রমে বসন্তবন্দনা, নৃত্য, তবলার লহরী, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কিংশুক পার্থর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বারীণ ঘোষ। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে কবিতা ও ছড়া পাঠের আসর অনুষ্ঠিত হয়। বিকেলে আরাফাত সিদ্দিকী সোহাগের সঞ্চালনায় এবং শ্যামলেন্দু পালের সভাপতিত্বে ‘সাংবাদিকতা ও সাহিত্য চর্চা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ সাংবাদিক মুন্নী সাহা, নজরুল কবীর, মোস্তফা মামুন, গণি আদম প্রমুখ। সন্ধ্যায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাবন্ধিক যতীন সরকার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান, কবি নাসির আহমেদ, কবি কামাল চৌধুরী, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম ও কবি ¯িœগ্ধা বাউল প্রমুখ। এ সময় কবি কামাল চৌধুরীর হাতে পুরস্কারের ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়। রাতে ‘চন্দ্রাবতীর পালা’ নাটক পরিবেশন করে ময়মনসিংহের নাট্যকথন থিয়েটার। এদিকে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় ‘অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে সংস্কৃতিকর্মীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন স্বপন পাল। বিরিশিরি কালাচারাল একাডেমির পরিচালক স্বপন হাজংয়ের সভাপতিত্বে আলোচনা করেন: বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মোজাম্মেল হক বাচ্চু, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লিটন, সোহরাব উদ্দিন আকন্দ ও মঈনুল কাদের দারা প্রমুখ। এছাড়াও সমাপনী দিনের বিভিন্ন সময়ে হায়দার-শেলী স্মৃতি সঙ্গীত বিদ্যানিকেতন, হাওয়াইন গিটার শিল্পী সমিতি, বিরিশিরি ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, সদর উপজেলা শিল্পকলা একাডেমি এবং ব্যান্ডদল ‘ধোঁয়া’ সঙ্গীত পরিবেশন করে। সন্ধ্যায় প্রদর্শিত হয় খান জেহাদ পরিচালিত চলচিত্র ‘বিষ-শ্বাস’। নেত্রকোনা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিকরা এ উৎসবে অংশগ্রহণ করেন।
×