ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা রোগী পেয়ে দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের কারখানা বন্ধ

প্রকাশিত: ১২:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

করোনা রোগী  পেয়ে দক্ষিণ  কোরিয়ায় স্যামসাংয়ের  কারখানা বন্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ায় নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক দিনেই বেড়ে দ্বিগুণ হয়েছে। এক কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ার পর স্যামসাং ইলেক্ট্রনিক্স তাদের মোবাইল ফোন তৈরির একটি কারখানা বন্ধ করে দিয়েছে। খবর ইয়াহু নিউজের। দেশটির সেন্টার্স ফর ডিজিজেস কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশনের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ২২০ জনের দেহে সংক্রমণ ধরা পড়ার পর দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এই নতুন করোনাভাইরাসে ইতোমধ্যে ২৩৬১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭৭ হাজার। মৃত্যু ও সংক্রমণের বেশিরভাগ ঘটনাই ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যেখান থেকে গত ডিসেম্বরের শেষে এই প্রাদুর্ভাব শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। উহানের চিকিৎসা কর্মীরা থাকবেন ৭ প্রমোদতরীতে চীনের মূল ভূখণ্ডের পর জাপানের উপকূলে কোয়ারেন্টাইনে থাকা একটি প্রমোদতরীতেই নতুন করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে, তারপরও সংক্রমণের কেন্দ্রস্থল উহানের চিকিৎসা কর্মীদের রাখার জন্য সাতটি প্রমোদতরীর ব্যবস্থা করেছে চীন। সাতটি প্রমোদতরীর প্রথমটি ‘ব্লু হোয়েল’ শুক্রবার নিকটবর্তী শহর ইচাং থেকে ইয়াংসি নদী ধরে উহানে উপস্থিত হয়েছে বলে শনিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানিয়েছে রয়টার্স। এই সাতটি জাহাজ এক হাজার ৪৬৯টি বিছানার জোগান দেবে। করোনাভাইরাসটির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পুরো দেশ থেকে হাজার হাজার চিকিৎসা কর্মীকে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশ ও এর রাজধানী উহানে এনেছে চীনের কর্তৃপক্ষ।
×