ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টার্লিংয়ের রিয়াল যাত্রার ইঙ্গিত!

প্রকাশিত: ১২:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

স্টার্লিংয়ের রিয়াল যাত্রার ইঙ্গিত!

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোর অন্ধকারে ম্যানচেস্টার সিটির ভবিষ্যত। ইতোমধ্যেই দুই বছরের জন্য ইউরোপিয়ান ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছে তারা। মূলত ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেয়ার নিয়ম ভাঙ্গার কারণেই সিটিজেনদের এই শাস্তি দিয়েছে উয়েফা। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের এমন দুর্দিনেই ভক্ত-অনুরাগীদের নতুন বার্তা দিয়েছেন ক্লাবটির তরুণ প্রতিভাবান খেলোয়াড় রহিম স্টার্লিং। ম্যানচেস্টার সিটির এই ইংলিশ উইঙ্গার ইঙ্গিত দিচ্ছেন রিয়াল মাদ্রিদে নতুন করে ঠিকানা গড়ার। স্প্যানিশ দৈনিক ‘এএস’কে দেয়া এক সাক্ষাতকারে নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন রহিম স্টার্লিং। তিনি বলেন, ‘আসলে কেউই ভবিষ্যত বলতে পারবে না। আমি একজন খেলোয়াড়। যে কারণে সবসময়ই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। কিন্তু এই মুহূর্তে আমি ম্যানচেস্টার সিটির খেলোয়াড় এবং এই ক্লাবে সত্যিই সুখে আছি। ম্যানসিটির সঙ্গে এখনও আমার চুক্তি রয়েছে। তাই অবশ্যই এটাকে সম্মান করতে হবে।’ এরপরই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রশংসায় মাতেন তিনি। রহিম স্টার্লিং বলেন, ‘রিয়াল মাদ্রিদ দারুণ একটা ক্লাব। যখন আপনি সাদা জার্সি দেখবেন তখনই বুঝতে পারবেন এই ক্লাবের প্রকৃত অর্থটা কি- সত্যি কথা বলতে এটা অনেক বড় ব্যাপার।’ ২৫ বছর বয়সী স্টার্লিংয়ের ব্যাপারে মুখ খুলেছেন সিটিজেনদের অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলা। এই সাক্ষাতকারে তিনি অবশ্য তেমন কোন সমস্যা দেখছেন না। বরং বিষয়টাকে একদম স্বাভাবিকভাবে দেখছেন এই স্প্যানিয়ার্ড। বার্সিলোনার সাবেক সফল এই কোচ বলেন, ‘এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। মাদ্রিদের মিডিয়া মাদ্রিদের কথাই তো বলবে। আমাদের খেলোয়াড়রা তাদের কমিটমেন্টের ব্যাপারে একদম প্রতিজ্ঞাবদ্ধ। এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। তারা এটা বছরের পর বছর ধরে প্রমাণ করে এসেছে। এখনও তাদের মধ্যে কোন ধরনের পরিবর্তন দেখছি না।’ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে এবার সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি আর। এই সময়ে উড়ছে লিভারপুল। তবে ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন অলরেডদের অধিনায়ক জর্ডান হেন্ডারসন। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় হেন্ডারসনকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে শুক্রবার নিশ্চিত করেছে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে থাকা দলটি। গত মঙ্গলবার ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে ৮০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন হেন্ডারসন। এরপর লিভারপুলের মেডিক্যাল দল তাকে পর্যবেক্ষণে রেখেছিল। শুক্রবার তার স্ক্যান রিপোর্টে ইনজুরির মাত্রা ধরা পড়েছে। সোমবার প্রিমিয়ার লীগে ওয়েস্টহ্যামের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ ইনজুরি থেকে হেন্ডারসনের ফেরার সম্ভাব্য সময় জানিয়েছেন। ক্লপ বলেন, ‘এবারের লীগে আমরা বিভিন্ন ধরনের হ্যামস্ট্রিং ইনজুরির কথা শুনছি। এর মধ্যে হ্যারিকেন অন্যতম। তবে হেন্ডারসনের ইনজুরি ততটা গুরুতর নয়। তারপরও তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আমি শুধু এটুকুই বলতে পারি আমরা সৌভাগ্যবান।’ ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবার কারণে মৌসুমের এই সময়ে এসে হেন্ডারসনের অনুপস্থিতি লিভারপুলকে কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে। ২৯ বছর বয়সী হেন্ডারসনের ব্যাকআপ খেলোয়াড় অবশ্য ক্লপের হাতে আছে। নেবি কেইটা ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া এ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইন ভাল ফর্মে আছেন।
×