ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর ম্যাচে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা

প্রকাশিত: ১২:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

রোমাঞ্চকর ম্যাচে উইন্ডিজকে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। যার রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো রোমাঞ্চ আর উত্তেজনা। তেমনি এক রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটে হারিয়ে তিন ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। শনিবার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেট হারিয়ে শেষ ওভারের প্রথম বলে লঙ্কানদের জয় এনে দেন ভানিদু হাসারাঙ্গা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে যা রান তাড়ার রেকর্ড। আগের রেকর্ডও স্বাগতিকদের; ১৯৯৮ সালে জিম্বাবুয়ের ২৮১ রান তাড়ায় ৬ উইকেটে জিতেছিল দলটি। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪২ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন হাসারাঙ্গা। ক্যান্ডিতে দ্বিতীয় ওয়ানডে বুধবার। শাই হোপের (১১৫) সেঞ্চুরিতে ওয়েস্ট উন্ডিজের ছুড়ে দেয়া ‘চ্যালেঞ্জিং’ রান তাড়ায় শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। এক পর্যায়ে বোলারদের মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ইসুরু উদানা যখন আউট হন জয়ের জন্য তখনও লঙ্কানদের দরকার ২৮ রান। স্ট্রাইক রেখে খেলার পাশাপাশি রানের গতি নিয়ন্ত্রণে রাখেন হাসারাঙ্গা। ৩৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৪২ রান করে ম্যাচের নায়ক তিনিই। দিমুথ করুনারতেœ ও ওশাদা ফার্নান্দোর ব্যাটে শক্ত ভিত পায় শ্রীলঙ্কা। ৫৭ বলে ৫২ রান করে করুনারতেœ আউট হলে ভাঙ্গে ১১১ রানের উদ্বোধনী জুটি। অধিনায়কের মতো আরেক ওপেনার ফার্নান্দোও (৫০) আউট হন ফিফটি স্পর্শ করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। থিতু হয়ে আউট হন কুসল মেন্ডিস (২০) ও ধনঞ্জয়া ডি সিলভা (১৮)। দ্রুত ফেরেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস (৫)। ২১৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে কুসল পেরেরা (৪২) ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। এসেই পাল্টা আক্রমণ শুরু করা থিসারা পেরেরাকে (৩২) নিজের তৃতীয় শিকারে পরিণত করেন আলজারি জোসেফ। চাপে পড়া দলকে এরপর পথ দেখান হাসারাঙ্গা। ৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪২ রানের দুরন্ত ইনিংসে দলকে এনে দেন মনে রাখার মতো এক জয়। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার জোসেফ। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে উইন্ডিজ। দারুণ ডেলিভারিতে সুনীল এ্যামব্রিসকে (৩) বোল্ড করেন থিসারা পেরেরা। আরেক ওপেনার শাই হোপ ও তিনে নামা ড্যারেন ব্রাভোর ব্যাটে এগিয়ে যায় সফরকারীরা। ব্রাভোর রান আউটে ভাঙ্গে ৭৭ রানের দ্বিতীয় উইকেট জুটি। ৫২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন ব্রাভো। রোস্টন চেসের সঙ্গে আরেকটি ভাল জুটি গড়েন হোপ। ৪৫ বলে ৪১ রান করা চেইসকে বোল্ড করে ৮৫ রানের জুটি ভাঙ্গেন নুয়ান প্রদিপ। নিজের টানা দুই ওভারে নিকোলাস পুরান (১১) ও অধিনায়ক কাইরন পোলার্ডকে (৯) ফেরান ইসুরু উদানা। অন্যপ্রান্তে অবিচল ছিলেন হোপ। ১২৮ বলে পূরণ করেন ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি। উদানার স্লোয়ারে বোল্ড হওয়ার আগে ১৪০ বলে ১০ চারে ১১৫ রানের ইনিংসটি সাজান হোপ। এরপরও শেষ ৬ ওভারে ৬৬ রান যোগ করেন উইন্ডিজ। অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে ১৭ বলে ৩২ রান করেন কিমো পল, ৮ বলে ২০ রান আসে ওয়ালশ জুনিয়রের ব্যাট থেকে। ১০ ওভারে ৮২ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার ইসুরু উদানা।
×