ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে নারী উদ্যোক্তা ও ব্যাংকার সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

সৈয়দপুরে নারী উদ্যোক্তা ও ব্যাংকার সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে সেকেন্ড স্মল এ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের (এসএমইডিপি-২) আওতায় নারী উদ্যোক্তা ও ব্যাংকারদের নিয়ে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সৈয়দপুর শহরের ইকু হেরিটেজ হোটেল ও রিসোর্টের কনফারেন্স রুমে ওই সেমিনারে আয়োজন করা হয়। সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পরামর্শক মোঃ আক্তারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈয়দপুরের বিশিষ্ট নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা। দিনব্যাপী সেমিনারে রংপুর অঞ্চলের ৫০ জন নারী উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয়। সেমিনারে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারা বিশে^র বিস্ময়; যা বিশে^ দ্বিতীয় সর্বোচ্চ। আর এই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তিই হচ্ছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাত (সিএমএসএমই)। সারাদেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের শতকরা ৯০ শতাংশই এ খাতের আওতাভুক্ত। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারী উদ্যেক্তাদের অর্থনীতির মূল ধারায় না আনা গেলে কখনই টেকসই উন্নয়ন সম্ভব হবে না।
×