ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছোট বড় সব ধরণের ব্যবসায় করোনাভাইরাসের আঘাত

প্রকাশিত: ১২:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০

ছোট বড় সব ধরণের ব্যবসায় করোনাভাইরাসের আঘাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ছোট কিংবা বড় প্রায় সব ধরনের ব্যবসায় আঘাত হেনেছে প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্ক। চীনের সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে ধরনের ব্যবসা করে থাকেন না কেন, বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা কিছুটা আতঙ্কে আছেন। দেশের অর্থনীতিতে অবদান রাখা একটি খাত এসএমই। ক্ষুদ্র ও মাঝারি এ খাতের উদ্যোক্তাদের সফলতার ছবি এখন বেশ আলোচিত। তবে, এ আলোচনায় বাধা সৃষ্টি করছে করোনাভাইরাস। বিভিন্ন ধরনের কাঁচামালের জন্য চীনের ওপর নির্ভরতা নতুন কিছু নয়। ভাইরাসের প্রভাবে তৈরি হয়েছে নেতিবাচক প্রভাব। যার কারণে বিপাকে এ খাতের ব্যবসায়ীরা। তৃণমূলের উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন এ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্টারপ্রেণার বাংলাদেশ-এজিডব্লিউইবি প্রধান মৌসুমী ইসলাম জানালেন, কাঁচামাল না পাওয়া বেশ ভোগাচ্ছে তাদের। সেই সঙ্গে মেডিক্যাল ইকুইপমেন্ট সেক্টরে যে ধরনের পণ্য সরবরাহ হতো তা হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে পণ্য শূন্যতা। পরিস্থিতি সামাল দিতে নতুন বাজার খোঁজাকে এক প্রকার দুরূহ বলে মনে করছেন তারা। এ থেকে বেরিয়ে আসতে দেশীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের দেশেই বাজার তৈরির পরামর্শ দেয়া হচ্ছে। সামনে এ ধরনের পরিস্থিতি আসলে স্থানীয় বাজার থেকে সহায়তা পাওয়া যায় সেদিকে নজর দেয়ার তাগিদ তাদের। এ অবস্থান নতুনভাবে দেশের কাঁচামালের বাজার পরিস্থিতি ঢেলে সাজানোর পরামর্শ সংশ্লিষ্টদের।
×