ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিমায়িত পাখির সন্ধান

প্রকাশিত: ১১:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

হিমায়িত পাখির সন্ধান

সাইবেরিয়ার তুষারাবৃত মাটির নিচ অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। সম্প্রতি সেখান থেকে তারা উদ্ধার করেছেন হিমায়িত পাখি। যা ৪৬ হাজার বছরের পুরনো। একটি মৃত হর্ন্ড লার্ক পাখির মৃতদেহ। তুষারের স্তূপে চাপা পড়ে থাকায় এত বছরেও তেমন কোন বিকৃতি হয়নি বরং দেখে মনে হবে যেন মাত্রই মারা গেছে পাখিটি। যেজন্য পাখিটির জিনগত তত্ত্বও উদ্ধার করতে পেরেছেন প্রাণী বিজ্ঞানীরা। তা থেকেই জানা যাচ্ছে, সাইবেরিয়ার তুন্দ্রা ও মঙ্গোলিয়ার স্টেপ তৃণভূমিতে বর্তমান যুগে বিচরণ করা হর্ন্ড লার্ক পাখির সংমিশ্রণে তারই আদি জাতি হর্ন্ড লার্ক। সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান শাখার গবেষক নিকোলাস ডাসেক্স কমিউনিকেশন্স্ য়োলজিতে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে হর্ন্ড লার্কের মৃতদেহের কথা উল্লেখ করে জানিয়েছেন, শেষ তুষার যুগের সময় ইউরোপ ও এশিয়ার উত্তরাংশে বিস্তৃত ওই তৃণভূমিতে একসময় বিচরণ ছিল লোমশ ম্যামথ ও লোমশ গন্ডারের। গবেষকদের মতে, সাইবেরিয়ার ওই অঞ্চল আসলে স্টেপ, তুন্দ্রা ও সরলবর্গীয় বনের সংমিশ্রণ ছিল। শেষ তুষার যুগের শেষে অঞ্চলটি তিন ভাগে ভাগ হয়ে যায় উত্তরে তুন্দ্রা, মধ্যাংশে টাইগা ও দক্ষিণে স্টেপ তৃণভূমিতে। পাখির মৃতদেহ থেকেই তারা বুঝতে পারবেন কিভাবে হর্ন্ড লার্কের বিবর্তন হয়েছে। -সিএনএন
×