ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্লান্ট উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ১১:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২০

কেরানীগঞ্জে বসুন্ধরা বিটুমিন প্লান্ট উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ॥ কেরানীগঞ্জের পানগাঁওয়ে গড়ে উঠা বসুন্ধরা বিটুমিন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন পদ্¥া বহুমুখী সেতু প্রকল্পের প্যানেল এক্সপার্ট ড. এম. শামীম জেড বসুনিয়া, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বেসরকারী পর্যায়ে দেশে এটি প্রথম বিটুমিন উৎপাদন প্লান্ট। বিটুমিন একটি বাই প্রোডাক্ট পণ্য। এটি মূলত রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয়। বিটুমিন মূলত আমদানি নির্ভর একটি পণ্য। দেশে বর্তমানে বিটুমিনের চাহিদা রয়েছে প্রায় ৫ লাখ টন, যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। বিপিসির নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন নিফারইনারি ৭০ হাজার টন বিটুমিন উৎপাদন করে থাকে। বাকি বিটুমিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। বসুন্ধরা গ্রুপের বিটুমিন প্লান্ট থেকে বছরে সাড়ে ৮ লাখ টন বিটুমিন ও পিচ উৎপাদন হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি খুবই সৌভাগ্যবান। আজ আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের কারণে আমি এখানে এসেছি, আপনাদের সবাইকে কাছ থেকে দেখতে পারছি। ভাষা শহীদদের আত্মত্যাগের এই মাসে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর কিছুদিন পরই জাতির পিতার জন্মশতবার্ষিকীর শুভক্ষণ অপেক্ষা করছে। বসুন্ধরার এই উদ্যোগ জাতির পিতার স্বপ্নের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। এ কাজে দেশের ব্যবসায়ীরা সরকারের সহযোগিতা পাচ্ছেন। তিনি আরও বলেন, বিটুমিন নিয়ে আমরা অনেক যুদ্ধ করেছি। অনেক আলোচনা করেছি। কিন্তু সমাধান পাইনি। আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমনই বিটুমিন আমরা পাচ্ছিলাম না। তাছাড়া নানা কারণে গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। যে বিটুমিন ব্যবহার করতাম তা দিয়ে আমাদের রাস্তাঘাট টেকসই হতো না। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলতেন, আমাদের রাস্তাগুলো কবে উন্নত দেশের মতো হবে? আজ আমরা আনন্দিত, বসুন্ধরা গ্রুপ সেই কাজটি করে দিচ্ছে। আমাদের আর বাইরে থেকে বিটুমিন আমদানি করতে হবে না। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও তারা এ পণ্য পৌঁছে দেবেন। বাংলাদেশের জন্য এটা বড় অর্জন।
×