ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাঙ্গন হতে হবে মাদক-ধূমপান সন্ত্রাসমুক্ত ॥ নাসিম

প্রকাশিত: ১১:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষাঙ্গন হতে হবে মাদক-ধূমপান সন্ত্রাসমুক্ত ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শিক্ষাঙ্গন হতে হবে মাদক-ধূমপান-সন্ত্রাসমুক্ত। শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এটা মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, জাতীয় নেতার নামে এই মেডিক্যাল কলেজটির যেন কোনভাবে কোন কারণে সুনাম নষ্ট না হয়। শনিবার শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ২৫ বছরপূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নবনির্মিত অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, রজতজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ডাঃ কাজী মাহবুব প্রমুখ।
×