ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সিদ্ধান্ত ছাড়াই মুলতবি

প্রকাশিত: ১১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সিদ্ধান্ত ছাড়াই মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ ৪ ঘণ্টা আলোচনার পরও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি দলের নেতারা। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আলোচনার পর বৈঠক মুলতবি করা হয়। আজ রবিবার আবার বৈঠক বসতে পারে বলে জানা গেছে। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে আলোচনায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করা হয়নি। জানা যায়, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়। এ ছাড়াও দলের সাংগঠনিক পরিস্থিতি, পরবর্তী আন্দোলন কর্মসূচী, সরকারের কার্যক্রম পর্যালোচনা, জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
×