ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশকে সবার ভালবাসতে হবে ॥ তাজুল

প্রকাশিত: ১১:২২, ২৩ ফেব্রুয়ারি ২০২০

দেশকে সবার ভালবাসতে হবে ॥ তাজুল

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, ২২ ফেব্রুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, দেশকে সবার ভালবাসতে হবে, বাংলাদেশ উন্নত দেশ হবে। শিল্প কলকারখানা গড়তে হলে বিদ্যুত উৎপাদন করতে হবে। শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রফতানি করতে হবে। তাহলে দেশ আরও এগিয়ে যাবে। তিনি শনিবার সকালে লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজে ১০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বার্ষিক সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আজকে এ কলেজের প্রতিষ্ঠাতা নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমি ’৯৬ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এ কলেজে অনার্স কোর্স চালু করেছি। পর্যায়ক্রমে মাস্টার্স কোর্স চালু করা হবে। ইতোমধ্যে ৪০ কোটি টাকার টেন্ডার হয়েছে। ১০ তলাবিশিষ্ট ২টি একাডেমিক ভবন, ২টি ছাত্র হোস্টেল, ১টি ছাত্রী হোস্টেল, কলেজ অধ্যক্ষের বাসভবন ও শিক্ষকদের জন্য ডরমিটরি ভবন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। ফয়জুন্নেছা সরকারী কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। ভাল রেজাল্ট করতে হলে ভালভাবে পড়ালেখা করতে হবে। জ্ঞান আহরণের জন্য পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন মনীষীর আত্মজীবনী পড়তে হবে। এছাড়া তিনি আরও বলেন, মানুষকে ভালবাসতে হবে। তোমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বাংলাদেশ ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ ডিজিটাল সেবা পেতে শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আরও বলেন, বিচারের নামে ঘুষ, চাঁদাবাজি করা যাবেনা। কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। এরপর দুপুরে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১শ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উনীœত করার লক্ষ্যে সার্ভে রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুছ ভূইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি তাবারক উল্লাহ কয়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সহকারী কমিশনার ভূমি উজালা রানী চাকমা, কলেজ শিক্ষকবৃন্দ।
×