ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিপণ দাবিতে নির্যাতন

নারীসহ চক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২০

নারীসহ চক্রের চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নরসিংদীতে যুবক মোঃ রাসেলকে (২৮) অপহরণের পর দশ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক নারীসহ অপহরণকারী চক্রের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নরসিংদী জেলা সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ মোঃ অভিত মিয়া (২৮), মোঃ পাপ্পু মিয়া (২৮), মারিয়া আক্তার মন্টি (২৩) ও মোঃ বাদল মিয়া (৫৮)। গ্রেফতারকৃত আসামিরা নরসিংদী জেলার সদর থানার স্থায়ী বাসিন্দা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকার বিত্তবান ব্যক্তিদের কৌশলে অপহরণের পর শারীরিক নির্যাতন করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে থাকে। রাসেলের স্ত্রী সুন্দরী নারী মন্টি ইতোপর্বে আরও চার পাঁচটি বিয়ে করে ওই স্বামীদেরও একইভাবে নির্যাতন ও জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়েছে বলে র‌্যাবের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। রাসলের সঙ্গে পারিরারিক বিরোধের জের ধরেই স্ত্রী মন্টি, শ্বশুর ও স্ত্রীর বড় ভাইয়ের পরিকল্পনা অনুযায়ী অর্থ আদায় করতে রাসেলকে অপহরণ করা হয়েছিল বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মূলত সৌদি প্রবাসী রাসেলের অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যেই মন্টি তাকে বিয়ে করে। সংবাদ সম্মেলনে মোঃ আলেপ উদ্দিন আরও জানান, একই উদ্দেশে গত ২৮ ডিসেম্বর ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের সাত-আট ব্যক্তি রাসেলকে নরসিংদী আদালতের সামনে থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাসেলকে তারা অচেতন করে একটি ফ্ল্যাট বাসায় নিয়ে গ্রেফতারকৃতসহ অপহরণকারী সদস্যরা দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন করে। পণ্য চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীতে পুলিশ রফতানি পণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে। ৩টি কাভার্ডভ্যান থেকে চুরি যাওয়া বিপুলসংখ্যক শার্ট ও প্যান্ট পিস উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ সুমন, মোঃ ইউসুফ, মোঃ তাজুল ইসলাম হাসান, মোঃ রুবেল হোসেন, মোঃ সুমন, মোঃ বোরহান, মোঃ নুর নবী, মোঃ মাসুদ, মোঃ মাহবুবুর রহমান মোঃ সাইফুল ইসলাম।
×