ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ব্যাপক আয়োজনে ৩ দিনব্যাপী নজরুল সম্মেলন

প্রকাশিত: ০৯:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২০

জয়পুরহাটে ব্যাপক আয়োজনে ৩ দিনব্যাপী  নজরুল সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ ব্যাপক আয়োজনে জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে। শনিবার সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। এসম্মেলন চলবে শনি, রবি ও সোমবার। জেলা প্রশাসনের সহযোগিতায় ও কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বক্তব্য রাখেন প্রধান অতিথি এডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্তজেলা প্রশাসক সার্বিক মোঃ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এসএম সোল্য়ামান আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। এরপর ’জাতীয় কবি ও জতির পিতা শেখ মুজিব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ হায়দার । এর উপর আলোচনা করেন জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম ও এডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি। উদ্বোধনের পূর্বে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান হতে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। তিন দিনের সম্মেলনের কর্মসূচিতে থাকবে কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। সম্মেলন উপলক্ষে গত বৃহষ্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ৫দিন নজরুল সঙ্গীতের উপর প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৫০জন শিল্পীকে শুদ্ধ সুর ও বাণীতে প্রশিক্ষণ প্রদান করেন দেশ বরেণ্য নজরুল স্গংীত শিল্পী ফাতেমাতুজ জোহরা।
×