ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

অ ন ্য র ক ম

নারী যাত্রীর সঙ্গে কথা বললে... পাশের সিটে বসা নারী যাত্রীর সঙ্গে কথা বললেই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে তামিলনাড়ুর কয়েম্বাটোরের সরকারী বাস চালকদের বিরুদ্ধে। নারী যাত্রীদের সঙ্গে চালক কথা বলতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন বলে এমন সরকারী সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ নির্দেশ জারি করেছে তামিলনাড়ু রাজ্যের পরিবহন কর্পোরেশন, কয়েম্বাটোর। তাদের এ সিদ্ধান্তে ওই অঞ্চলের বাসচালকরা বিস্মিত। বলা হয়েছে, নারী যাত্রীদের সঙ্গে এভাবে কথা বলতে গিয়ে চালকরা অমনোযোগী হয়ে পড়েন। ফলে দুর্ঘটনা ঘটে। তাই ১৯ জানুয়ারি তাদের সতর্ক করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যারা এই আইন মানবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ওই বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, একটি দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডেরও অনেক কম সময় লাগে। তাই অপ্রয়োজনে ওভাবে অমনযোগী হওয়া থেকে বিরত থাকা উচিত। ইনাইয়ুম কাইগাল ওয়ার্কার্স ইউনিয়নের এম রাধাকৃষ্ণ বলেন, এমন অনেক সময় আছে যখন কন্ডাক্টর থামতে বলা সত্ত্বেও চালক গাড়ি থামান না। এ সময় চালক আলাপচারিতায় এতটাই মত্ত থাকেন যে, যাত্রী নামছে না উঠছে সেদিকে তার কোন ভ্রƒক্ষেপ থাকে না। অন্যদিকে চালকরা বলছেন, এমন কথোপকথন হয় খুব দরকারি ব্রেকের সময়। চালক ডি আর রমেশ বলেছেন, এর আগে প্রায় একই রকম একটি আইন করা হয়েছিল কন্ডাক্টরদের জন্য। তাদের বাসের সিট দখল করে বসা বারণ করা হয়েছিল। তবে নারীদের সঙ্গে কথা বলায় যদি কোন সমস্যা হয় তাহলে তাদের সিট বিন্যাসটা পরিবর্তন করা উচিত। চেন্নাইয়ের মতো না হয়ে কয়েম্বাটোরে লোকাল বাসের সিট বিন্যাস একটু ভিন্ন। এতে শেষের ৬ বা ৭টি সারিতে আসন থাকে পুরুষদের। নারীদের জন্য সামনের অর্ধেক অংশ রাখা। যদি নারীরা সিট না পান, তাহলে তারা চালকের পাশে বনেটের ওপর বসে পড়েন। -টাইমস অব ইন্ডিয়া
×