ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানে দুইজনের মৃত্যু

সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশীর অবস্থা ‘সঙ্কটাপন্ন’

প্রকাশিত: ১২:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২০

  সিঙ্গাপুরে করোনায়  আক্রান্ত বাংলাদেশীর  অবস্থা ‘সঙ্কটাপন্ন’

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশীর (বয়স ৩৯) অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে নিশ্চিত করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনকে উদ্ধৃত করে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজি এশিয়া শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জন মারা গেছে বলে জানা গেছে। খবর ওয়েবসাইটের। হাইকমিশন বলেছে, বৃহস্পতিবার ওই রোগীকে ১৪ দিনের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার আগে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জানিয়েছে কমিশন। সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন আরও জানায়, ওই রোগীর অবস্থা সম্পর্কে তার পরিবারকে জানানো হয়েছে। আর ওই ব্যক্তি আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে সিঙ্গাপুরে এ পর্যন্ত ৪২ ব্যক্তি করোনায় আক্রান্ত হলো। সিঙ্গাপুরে এ পর্যন্ত পাঁচ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছে। তারা সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, আইসিইউতে থাকা বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। ইরানে আরও দুজনের মৃত্যু ॥ এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার ইরানে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে দুজন মারা যায়। এর মাধ্যমে চীনের বাইরে সর্বোচ্চ চারজনের মৃত্যু হলো ইরানে। খরব পার্স টুডের। দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চারজনের মৃত্যু ছাড়াও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৪ জন। এ পর্যন্ত রাজধানী তেহরান এবং কোম ও গিলান প্রদেশে প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার প্রথম দুই ব্যক্তির মৃত্যু হয়েছিল কোম প্রদেশে। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। ইরানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কিয়ানুশ জাহানপুর বলেন, নতুন করে শনাক্ত ঘটনাগুলোর সঙ্গে কোম শহরের সংশ্লিষ্টতা রয়েছে। নতুন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয় কোমে, নয়ত সম্প্রতি শহরটি থেকে ঘুরে এসেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে।
×