ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইস ভলক্যানো!

প্রকাশিত: ১০:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২০

 আইস ভলক্যানো!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওভাল সমুদ্র সৈকতে বরফের মধ্যে জেগে উঠেছে আগ্নেয়গিরি বা ভলক্যানো। তবে ওই ভলক্যানো থেকে কোন অগ্ন্যুৎপাত হচ্ছে না বরং তা ভেদ করে উঠছে বরফ। বরফের ভেতর দিয়ে বরফ বের হয় বলে তাকে আইস ভলক্যানো বলে। প্রাথমিক পর্যায়ে বরফের বল প্রথমে তৈরি হয়। আইস ভলক্যানো নিয়ে মিশিগানের ন্যাশনাল ওয়েদার সার্ভিস গ্র্যান্ড র‌্যাপিড নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। যাতে দেখা গেছে, ওভালের ওই সমুদ্রসৈকত ঢেকে রয়েছে বরফে। তার মধ্যেই কোন কোন জায়গায় ভলক্যানোর স্টাইলে ভেতর থেকে ওপরে উঠছে বরফ। যদিও আইস ভলক্যানো এক ধরনের প্রাকৃতিক ঘটনা। সেখানকার এক আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন, বরফের চাদরের নিচে ঠাণ্ডা পানি ঢুকলে চাপের সৃষ্টি হয়। ওই চাপের জন্য বরফের মধ্যে থাকা গর্ত দিয়ে বেরিয়ে আসে প্রবল ঠাণ্ডা পানি। যা মুহূর্তে জমে বরফ হয়ে যায়। তারপরও ওই আইস ভলক্যানোর কাছে যাওয়া বিপজ্জনক। -ইউএসএ টুডে
×