ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোদির ঢাকা সফর নিয়ে জয়শঙ্করের সঙ্গে হাইকমিশনারের আলোচনা

প্রকাশিত: ০৯:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২০

  মোদির ঢাকা সফর নিয়ে জয়শঙ্করের সঙ্গে  হাইকমিশনারের  আলোচনা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করলেন দিল্লীতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান। শুক্রবার নয়াদিল্লীতে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন হাই কমিশনার। খবর বিডিনিউজের।হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে বৈঠকে আলোচনা করেছেন হাই কমিশনার ইমরান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচী নেয়া হয়েছে, ‘মুজিব বর্ষের’ এই কর্মসূচীর সূচনা হবে ১৭ মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনে। বঙ্গবন্ধুকে একজন বিশ্বনেতা হিসেবে বর্ণনা করে জয়শঙ্কর বলেন, ভারতীয়রা তাকে অগাধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভারতের ‘বিশেষ গুরুত্ব দেয়ার’ কথা উল্লেখ করেন তিনি। ‘ভারতের মানুষের বাংলাদেশীদের প্রতি শ্রদ্ধা ও শুভ কামনা রয়েছে,’ বলেন জয়শঙ্কর।
×