ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও মাইলফলকের সামনে তামিম

প্রকাশিত: ০৯:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২০

 আরও মাইলফলকের সামনে তামিম

মোঃ মামুন রশীদ ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে শনিবার সিরিজের একমাত্র টেস্টে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। এই টেস্টেই আরও কিছু মাইলফলক ছোঁয়ার সুযোগ তামিম ইকবালের। ৩ ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করতে এখন তামিমের প্রয়োজন আর মাত্র ২৭ রান। সেক্ষেত্রে প্রথম বাংলাদেশী হিসেবে এবং ক্রিকেট ইতিহাসের ৫০তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে ১৩ হাজার রানের মাইলফলক পেরোনোর গৌরব দেখাবেন তিনি। এছাড়া আর মাত্র ২ রান করতে পারলেই দেশের মাটিতে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান করার রেকর্ডও গড়বেন তিনি, পেরিয়ে যাবেন সাকিব আল হাসানকে। মিরপুরে এই টেস্টের দুই ইনিংসে ১১১ রান করতে পারলে এই ভেন্যুতে সাকিবের ৩ ফরমেটে করা সর্বাধিক ৪১৩৩ রানের রেকর্ডকেও পেছনে ফেলতে পারবেন তিনি। আর ১৮৯ রান করতে পারলে শুধু টেস্টে সাকিবের এই ভেন্যুতে করা ১৩১৩ রানের রেকর্ডটাকে ভেঙ্গে ফেলবেন তামিম। এ কয়েকটি অর্জনের রেকর্ডের সঙ্গে একটি অস্বস্তিকর রেকর্ডও হাতছানি দিচ্ছে তাকে। তিন ফরমেট মিলিয়ে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার লজ্জায় তিনি স্পর্শ করবেন মাশরাফি বিন মর্তুজাকে। মাশরাফি ৩ ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন, তামিম হয়েছেন ৩২ বার। তামিম মাঝে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন টানা ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য। তবে সেই ব্যর্থতার রেশ এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। সম্প্রতিই পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসে ৩ ও ৩৪ রান করতে পেরেছেন। তবে তার আগে দুই টি২০ ম্যাচে ৩৯ ও ৬৫ রানের ইনিংস খেলে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। এতেই এখন দারুণ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি২০ মিলিয়ে ৩৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ১২ হাজার ৯৭৩ রানের মালিক তিনি। তার পেছনে সাকিব (১১,৭৫২) ও মুশফিকুর রহিম (১১,৫৭৫)। তবে প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেটে তামিম ১০ হাজার ও ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। এখন দেশের পক্ষে আরেকটি প্রথম ঘটনার জন্ম দেয়ার সুযোগ তার সামনে। মিরপুর টেস্টে প্রতিপক্ষ জিম্বাবুইয়ের বিপক্ষে মাত্র ২৭ রান করতে পারলেই প্রথম বাংলাদেশী হিসেবে তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি। সেক্ষেত্রে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ৫০তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগ দেবেন তামিম। অবশ্য বাংলাদেশের জার্সিতে এই রেকর্ড ছুঁতে আরও ৮৪ রান প্রয়োজন তার। কারণ দেশের হয়ে তামিম ৩৩৬ ম্যাচ খেলেছেন তিন ফরমেটে, রান ১২ হাজার ৯১৬। আর ২ রান করতে পারলে দেশের মাটিতে টেস্টে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন তামিম। সাকিব দেশের মাটিতে ৩৭ টেস্টে করেছেন ২৪৭৭ রান। আর তামিম ৩৪ টেস্টে করেছেন ২৪৭৬। জিম্বাবুইয়ের বিপক্ষেই সাকিবকে হটিয়ে দেশের মাটিতে সর্বাধিক টেস্ট রানের মালিক হওয়ার সুযোগ তামিমের। মিরপুর টেস্টে ১৮৯ রান করতে পারলে এই ভেন্যুতে সাকিবের সর্বাধিক রানের রেকর্ডকেও পেছনে ফেলবেন তামিম। এই ভেন্যুতে সাকিব ১৭ টেস্টে ১৩১৩ রান করেছেন। আর তামিমের রান ১৬ টেস্টে রান ১১২৫। আবার ৩ ফরমেট মিলিয়েও এই মাঠে সাকিব সর্বাধিক ৪১৩৩ রান করেছেন ১১৬ ম্যাচ খেলে। আর তামিমের রান ১১০ ম্যাচেই ৪০২৩। অর্থাৎ এই রেকর্ড ভাঙ্গতে আর ১১১ রান করতে হবে তামিমকে। শেষ দু’টি রেকর্ড গড়ার জন্য তামিম সিরিজের ২ টি২০ পর্যন্তও সময় পাবেন। কারণ ২ টি২০ মিরপুরেই অনুষ্ঠিত হবে। আবার ১৩ হাজার রান পূর্ণ করতে সুযোগ পাবেন পুরো সিরিজেই (১ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি২০)। এ কয়েকটি অর্জনের পাশাপাশি একটি অস্বস্তিকর রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে তামিমকে। পুরো সিরিজে মাত্র একটি ইনিংসে শূন্য রানে সাজঘরে ফিরলেই সেই লজ্জার রেকর্ডের শিকার হতে হবে তাকে। ৩ ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৩৩ বার শূন্য রানে আউট হয়েছেন মাশরাফি। সেখানে তামিমের শূন্য সংখ্যা ৩২টি। মাশরাফির লজ্জা ঢেকে দিতে দু’টি আর তাকে স্পর্শ করতে একটি শূন্যই যথেষ্ট হবে। আর ওয়ানডেতে দেশের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলতে মাত্র একবার শূন্য রানই যথেষ্ট হবে। এই মুহূর্তে ওয়ানডেতে সর্বাধিক ১৮ বার করে শূন্য রানে সাজঘরে ফিরেছেন তামিম ও হাবিবুল বাশার। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের কোন এক ইনিংসে শূন্যতে আউট হলেই বাশারের লজ্জাকে পেছনে ফেলবেন তামিম। সবমিলিয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে ঘটনাবহুল অনেক কিছুই অপেক্ষা করছে তামিমের জন্য। সেটি যেমন মর্যাদার রেকর্ড আছে, তেমনি আছে লজ্জারও। তবে সর্বোপরি সাম্প্রতিক বাজে সময় কাটিয়ে ওঠার জন্য ঘরের মাটিতে প্রতিপক্ষ জিম্বাবুইয়ে হতে পারে তামিমের জন্য দারুণ সুযোগ।
×