ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬৫ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২০

 ৬৫ ঘণ্টা পর  জেলের লাশ  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ ফেব্রুয়ারি ॥ পটুয়াখালীর লালুয়ার চারিপাড়ার পূর্বদিকে রামনাবাদ চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে মাসুম সরদারের (২৮) লাশ ৬৫ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে লাশটি রামনাবাদ চ্যানেলের চারিপাড়া সংলগ্ন নদী থেকে জেলেরা ভাসমান অবস্থায় উদ্ধার করে। মঙ্গলবার রাতে কুয়াশায় আটকে ট্রলারটি আট জেলেসহ ডুবে যায়। সাত জেলে সাঁতরে কিনারে উঠলেও নিখোঁজ থাকে মাসুম সরদার। আড়াইহাজারে বৃদ্ধা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে গরম পানির ট্যাঙ্কের পাশ থেকে সখিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা উপজেলার ভিটি কলাগাছিয়া এলাকার ইব্রাহিমের স্ত্রী। শুক্রবার সকালে মোল্লারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার গোপালদী পৌরসভাধীন মোল্লারচর এলাকায় অবস্থিত ব্যাটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি ট্যাঙ্কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
×