ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মাছ বাজার ফরমালিনমুক্ত ঘোষণা

প্রকাশিত: ০৯:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২০

 তিন মাছ বাজার  ফরমালিনমুক্ত  ঘোষণা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরের তিনটি মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ এই সেøাগানকে সামনে রেখে শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেলওয়ে পৌর মাছ বাজার, আধুনিক পৌর মাছ বাজার ও রেলওয়ে কারখানা গেট বাজারকে ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস। অন্যদের মধ্যে বক্তব্য দেনে সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল তালেব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে উল্লিখিত তিনটি মাছ বাজারের সকল মাছ ব্যবসায়ীরা ফরমালিনমুক্ত মাছ বিক্রির শপথ গ্রহণ করেন। রেলওয়ে পৌর মাছ বাজার সমিতির সভাপতি মোঃ আইনুল হক মাছ ব্যবসায়ীদের ওই শপথ বাক্য পাঠ করান।
×