ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুইপার প্রসূতির মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৯:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২০

  সুইপার প্রসূতির মৃত্যু ॥  হাসপাতাল ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ শুক্রবার সকাল ১০টায় সুইপার কলোনির প্রসূতি মায়ের মৃত্যুতে সুইপার কলোনির বিক্ষুব্ধ সুইপাররা লালমনিরহাট একশত শষ্যার হাসপাতালটির প্রধান গেট ভাংচুর করে ও প্রবেশ পথে ময়লা ফেলে বিক্ষোভ জানায়। বিক্ষুব্ধ সুইপারদের অভিযোগ লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসকের অবহেলায় ও বিলম্বে রংপুরে প্রেরণ করায় প্রসূতি মা মুক্তা (২৫) শুক্রবার ভোরে রংপুরের বেসরকারী প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা গেছে। জানা গেছে, জেলা সদর হাসপাতালে সুইপার কলোনির ওকিল ভাস্করের স্ত্রী মুক্তার (২৫) প্রসব বেদনা উঠলে ১৭ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই রাতে হাসপাতালের গাইনি চিকিৎসক জেরিন মোক্তারি প্রসূতির সিজার করেন। মা মুক্তা একটি কন্যা সন্তান প্রসব করে। এটি প্রসূতি মায়ের দ্বিতীয় সিজার ছিল। সিজারের পর রাতে প্রসূতির রক্তপাত হতেই থাকে। কোন অবস্থায় চিকিৎসকরা তার রক্তক্ষরণ বন্ধ করতে পারেনি। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রসূতি মুক্তার স্বজনরা ১৭ ফেব্রুয়ারি রাতে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে আইসিউতে রেখে চিকিৎসা চলছিল। কিন্তু স্বজনরা রংপুর মেডিক্যাল কলেজের চিকিৎসায় সন্তুষ্ট হতে পারেনি। প্রসূতি মাকে ৩ দিন পর রংপুরের বেসরকারী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাইমে চিকিৎসা করাতে নিয়ে যায়। প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে প্রসূতি মুক্তার মৃত্যু হয়। এই খবর ও লাশ লালমনিরহাটে এলে সুইপার কলোনির সুইপাররা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা লালমনিরহাট সদর হাসপাতালের প্রধান গেট ভাংচুর করে। সেই সঙ্গে হাসপাতালে প্রবেশের পথে ময়লা ফেলে বিক্ষোভ জানায়। স্বজনদের দাবি লালমনিরহাট হাসপাতালের চিকিৎসকগণ প্রসূতি মুক্তার চিকিৎসায় অবহেলা করেছে। তাকে উন্নত চিকিৎসা করাতে বিলম্বে রংপুরে প্রেরণ করা হয়েছে।
×