ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘারপাড়ায় ৭ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস

প্রকাশিত: ০৯:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২০

 বাঘারপাড়ায় ৭  হাজার কেজি  ভেজাল গুড়  ধ্বংস

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় ভেজাল গুড়ের কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আফরোজ। আদালতের কাছে খবর ছিল, উপজেলার নারিকেলবাড়িয়া কুন্ডুপাড়ার হারাধন কুন্ডু নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভেজাল গুড়ের ব্যবসা করে আসছেন। অভিযান পরিচালনার সময় ওই কারখানার মালিক পলাতক ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে নারিকেলবাড়িয়া গ্রামের হারাধন কুন্ডু নিজ বাড়ির পাশে খেজুরগুড়ের কারখানা চালাচ্ছিলেন। সেখানে চিনি, বিভিন্ন প্রকার মেডিসিন ও ফ্লেভার দিয়ে গুড় তৈরি করে যশোরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করার খবর পেয়ে আজকের অভিযানটি চালানো হয়। এ সময় গুড় তৈরির জন্য রাখা বিপুল পরিমাণ চিনি, ব্যবহারের খালি বস্তা, পাউডার-জাতীয় বিভিন্ন কেমিক্যাল, রং ও ফ্লেভার, গুড় তৈরির ব্যারেলের মধ্যে পলিথিন, চাড়াসহ ভেজাল তেল-ময়লা পাওয়া যায়। ভেজাল গুড়ের এই কারখানায় ২০ জন শ্রমিক পাঁচটি চুলায় গুড় তৈরি করে থাকেন। প্রতিদিন কয়েকশ’ ভাঁড় ভেজাল গুড় তৈরি হয় এই কারখানায়।
×