ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৯:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২০

 শেরপুরে সড়ক দুর্ঘটনায়  দুই স্কুলছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ ফেব্রুয়ারি ॥ নকলায় মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিয়েছে দুই স্কুলছাত্রের প্রাণ। শুক্রবার দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে দক্ষিণ বারমাইসা এলাকার সেলিম মিয়ার ছেলে ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণীর শিক্ষার্থী হামিদুল (১৫) এবং পার্শ্ববর্তী হাসনখিলা নয়াপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে ও লয়খা নব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মারুফ হোসেন (১৪)। ওই ঘটনায় ট্রাকহেলপার ফরহাদ (৩০)কে পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বারমাইসা গ্রামের হামিদুল তার বাবার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে খালার বাড়িতে বেড়াতে আসা মারুফ হোসেনকে ডেকে নিয়ে যায়। পরে দুজন মোটরসাইকেলে বেড়াতে বের হলেও সাইডস্ট্যান্ড তুলতে ভুলে যায় হামিদুল। ওই অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকলে বারমাইসা বাজারের আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে স্ট্যান্ড না তোলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আরোহী মারুফ। আর চালক হামিদুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। বরিশালে আরোহী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, শহীদমিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় ওমর আলী কাজী (৪০) নামের একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত ওমর আলী জেলার বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের বাসিন্দা মোতাহার আলীর পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবুগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদমিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে ওমর আলীসহ ওই দুইজন রওনা হন। পথিমধ্যে দুর্ঘটনাস্থল ব্রিজে উঠলে বিপরীতদিক থেকে আসা আরআরপি এগ্রো ফার্মার একটি দ্রুতগামী পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা মোটরসাইকেলের আরেক আরোহীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরায় শিশু স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরা শহরে ইজিবাইকের ধাক্কায় শিমুল (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে শহরের রাজারবাগান সরকারী কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিমুল কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি কাটিয়া সরকার পাড়া এলাকার তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে রাজারবাগান সরকারী কলেজ রোডের রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ায় নারী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানান, শুক্রবার দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে বাঁশবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাসরিন আকতার (৩০) নামে এক নারী নিহত হয়েছে। বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার চকচুপিনগর এলাকার নাসরিন আক্তার পরিবাবের সদস্যদের সঙ্গে দুপুর বারোটার দিকে ইজিবাইকে মহাস্থান যাচ্ছিলেন। পথে বাঁশবাড়িয়ে এলাকায় তার ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে পড়লে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপতালে ভর্তির পর তিনি মারা যান। মাগুরায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা পৌর এলাকার পারলা এলাকায় শুক্রবার সকালে ট্রাকের ধাক্কায় আলেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবু বক্কার মল্লিকের স্ত্রী। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান জানান, শুক্রবার ভোরে আলেয়া বেগম বাড়ির নিকটবর্তী মাগুরা-নড়াইল সড়কে প্রাতঃভ্রমন করছিলেন। এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।
×