ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঘায় শ্রমিক নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ আটক তিন

প্রকাশিত: ০৯:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২০

 বাঘায় শ্রমিক নেতার  বাড়ি থেকে অস্ত্র ও  মাদকসহ  আটক তিন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় আলতাব হোসেন নামে এক শ্রমিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে দু’টি দেশীয় অস্ত্র হাঁসুয়া ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আলতাবের দুই ছেলে বিপ্লব এবং বাবুসহ মেরিন নামের অপর এক মাদকসেবীকে আটক করে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের দ্ইু সদস্য আহত হন। পরে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামে এ ঘটনা ঘটে। বাঘা থানা পুলিশের একটি সূত্র জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামের শ্রমিক নেতা আলতাব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আলতাব হোসেন ও তার ছেলে বিপ্লব ও বাবুর ঘর তল্লাশি করে দু’টি দেশীয় অস্ত্র একটি হাঁসুয়া ও ২২ বোতল ফেন্সিডিল ছাড়াও এক লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। একইসঙ্গে ওই বাড়িতে মাদক সেবন করতে আসা পাশের চন্ডিপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে মেরিনকেও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ জব্দ আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোটর শ্রমিক নেতা আলতাব হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তারা পুলিশের ওপর আক্রমণ করলে দুই পুলিশ আহত হন। পরে থানায় ফোন করে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের আটক করা হয়। বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অপরাধী যেই হোক তার কোন ছাড় নাই। এ ঘটনায় মাদক, অস্ত্র এবং সরকারী কাজে বাধা দেয়ার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
×