ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে চীনফেরত যাত্রীদের বাসে হামলা

প্রকাশিত: ০৯:১১, ২২ ফেব্রুয়ারি ২০২০

 ইউক্রেনে চীনফেরত  যাত্রীদের বাসে  হামলা

করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে ইউক্রেনে চীন থেকে আসা ব্যক্তিদের বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনফেরত এসব নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য ইউক্রেনের শহর কেন্দ্রীয় পোলতাভা এলাকার নোভি সাঞ্জরাইর একটি হাসপাতালে নেয়া হচ্ছিল। সেখানে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা একটি ভুয়া ইমেইলের মাধ্যমে জানতে পারে, গাড়িতে থাকা চীনফেরত এসব ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে তারা এ হামলা চালিয়েছে। যদিও বিক্ষোভকারীরা হামলার পর সহমর্মিতা জানিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ৪৫ জন ইউক্রেনিয়ানস ও ২৭ জন বিদেশী নাগরিক চীনের উহান থেকে ইউক্রেনে ফিরে। চীনে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের আতঙ্কে তাদের ৬টি বাসে করে দেশটির একটি হাসপাতালের কোয়ারেন্টাইন কেন্দ্রে নেয়া হচ্ছিল।
×