ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসস্থান সঙ্কুচিত হওয়া ও অবৈধ শিকার অন্যতম কারণ

ভারতে পাখির সংখ্যা দ্রুত কমছে

প্রকাশিত: ০৯:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

 ভারতে পাখির সংখ্যা  দ্রুত কমছে

গত কয়েক দশকে ভারতে পাখির সংখ্যা ক্রমেই কমেছে। ১৫ হাজারের মতো বার্ডওয়াচার যারা ৮৮৬টির মতো পাখিদের দিকে প্রতিনিয়ত নজর রাখছেন তাদের উদ্যোগে গবেষণার রিপোর্টটি তৈরি করা হয়েছে। বিবিসি। রিপোর্টে ঈগল, শকুন, কোকিল এবং অতিথি পাখিদের সংখ্যা খুব দ্রুত কমছে বলে উল্লেখ করা হয়। তবে ভারতের জাতীয় পাখি ময়ূরের সংখ্যা বেড়েছে। পাখি শিকার আর পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ, মূলত এই দুটি প্রধান কারণেই পাখিদের সংখ্যা কমছে। এছাড়া যে হারে কারেন্টের তারের বিস্তার ঘটছে তা পাখিদের জন্য খুব বিপজ্জনক আর তাদের সংখ্যা কমার অন্যতম কারণ। প্রকৃতি রক্ষা ফাউন্ডেশনের স্বত্বাধিকারী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ এমডি মধুসদন বলেন, রিপোর্টের অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে পাওয়া যায় গত ২৫ বছরে ২৬১টি প্রজাতির পাখিদের সংখ্যা যা ৫২ শতাংশ কমেছে আর দ্বিতীয় ভাগে গত পাঁচ বছরে ১৪৬টি প্রজাতির পাখিদের সংখ্যা যা প্রায় ৮০ ভাগ কমেছে। তবে চড়ুই পাখিদের সংখ্যা স্বাবাভিক আছে কিন্তু শহরগুলোই এদের সংখ্যা কমেছে। উপমহাদেশ, সাইবেরিয়া, এন্টার্কটিকা থেকে আসা অতিথি পাখিদের সংখ্যা কিছুটা কমেছে। এরা মূলত তীব্র শীত থেকে বাঁচার জন্য অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে আসে। রিপোর্টে আরও বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে বিভিন্ন প্রজাতির শকুন, বাবুই প্রজাতির সংখ্যা কমেই চলছে। পাখির মধ্যে সবুজ মুনিয়ার সংখ্যা সবচেয়ে বেশি কম। তবে স্বস্তির খবর এই যে, ১৯৯৭ সালে আবিষ্কার করা ফরেস্ট ওলেট প্রজাতির পাখিদের এখন আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে। তবে এই রিপোর্ট শুধু কিছু সংখ্যক প্রজাতির পাখিদের নিয়ে গবেষণা করেছে, পুরো ভারতের পাখিদের অবস্থা সম্পর্কে এখনও আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
×