ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাউস ইনটেলিজেন্স কমিটির সদস্যদের সতর্কতা উচ্চারণ

রাশিয়ার ফের হস্তক্ষেপ ॥ ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে অভিসন্ধি

প্রকাশিত: ০৯:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২০

রাশিয়ার ফের হস্তক্ষেপ ॥ ট্রাম্পকে পুনর্নির্বাচিত  করতে অভিসন্ধি

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত সপ্তাহে প্রতিনিধি সভার সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার বিষয়ে সহযোগিতার জন্য ২০২০ সালের প্রচারে রাশিয়া হস্তক্ষেপ করছে। রুদ্ধদ্বার ব্রিফিংয়ের সঙ্গে সুবিদিত পাঁচ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেছেন। এপি। এ তথ্যে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। তিনি অভিযোগ করে বলেছেন ডেমোক্র্যাটরা বিষয়টা তার বিরুদ্ধে ব্যবহার করবেন। এ সতর্কতা উচ্চারণে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের নৈতিকতা সম্পর্কে প্রশ্ন ওঠছে এবং ট্রাম্প প্রশাসন এ ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে কি না প্রশ্ন ওঠছে সে বিষয়েও। রাশিয়া ২০১৬ নির্বাচনেও এ ধরনের হস্তক্ষেপ করেছে বলে যুক্তরাষ্ট্র প্রমাণ পেয়েছে। কর্মকর্তারা এ স্পর্শকাতর গোয়েন্দা তথ্য প্রকাশে তাদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তারা বলেছেন, গত সপ্তাহের ব্রিফিংয়ে ২০২০ সালের নির্বাচনকে প্রভাবিত করার জন্য রাশিয়ার উদ্যোগের ওপর আলোকপাত করা হয়েছে এবং আমেরিকান নির্বাচক মন্ডলির মধ্যে মতানৈক্যের বীজ বপন করা হয়েছে। সতর্কতা রিপোর্টটি প্রথম প্রকাশিত হয় নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে। টাইমস বলেছে, ট্রাম্প এ সংবাদে ক্ষিপ্ত হয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ওপর গোয়েন্দাদের মূল্যায়ন তিনি বাতিল করে দেন তার বিজয় নস্যাতের ষড়যন্ত্র বলে। হাউস ইনটেলিজেন্স কমিটিতে ১৩ ফেব্রুয়ারির ব্রিফিংয়ের একদিন পর ট্রাম্প ন্যাশনাল ইনটেলিজেন্সের তদানীন্তন পরিচালক জোসেফ ম্যাগুইয়ারকে পদচ্যুত করেন এবং ট্রাম্পের অনুগত রিচার্ড গ্রেনেলকে ম্যাগুইয়ারের স্থলাভিষিক্ত করা হবে বলে এ সপ্তাহে ঘোষণা করেন। তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত গ্রেনেলকে ন্যাশনাল ইনটেলিজেন্সের নতুন অস্থায়ী পরিচালক হিসেবে নিয়োগ দেন। ম্যাগুইয়ার ফেডারেল আইন অনুসারে শীঘ্র পদত্যাগ করবেন। ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স অফিসের মুখপাত্র ও এর ইলেকশন সিকিউরিটি অফিস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। হোয়াইট হাউসের মুখপাত্রকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি কোন জবাব দেননি। হাউস ইনটেলিজেন্স কমিটির এক ডেমোক্র্যাট কর্মকর্তা ১৩ ফেব্রুয়ারির ব্রিফিংকে আগামী নির্বাচনে সংহতি বিষয়ে এক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য বলে উল্লেখ করেন এবং বলেন, দু’দলের সদস্যরাই এতে উপস্থিত ছিলেন। শিফ বলেন, মনে হচ্ছে, বিদেশী হস্তক্ষেপ বন্ধে আমাদের চেষ্টাকে ট্রাম্প ব্রিফিংয়ে আপত্তি তুলে আবারও নস্যাৎ করতে চাইছেন। ট্রাম্প অভিযোগ করে বলেছেন, তার প্রতি রাশিয়ার সমর্থনের বিষয়ে গোয়েন্দা সংস্থাকে শিফ অস্ত্রে পরিণত করবেন, বলেছেন ব্রিফিং সংশ্লিষ্ট এক কর্মকর্তা। শিফ বলেন, ট্রাম্প ক্ষিপ্ত হয়েছেন, কারণ, ব্রিফিং বিষয়ে তিনি যথার্থ বলেননি। অভিশংসন পদক্ষেপ গ্রহণের পর থেকেই ট্রাম্প শিফের পেছনে লেগে রয়েছেন। ট্রাম্প অক্টোবরে সিরিয়া বিষয়ে ব্রিফিংয়ে হোয়াইট-হাউসে কংগ্রেস ইনটেলিজেন্স কমিটির সদস্যদের আমন্ত্রণে অস্বীকৃতি প্রকাশ করেন। কারণ, তিনি শিফকে সেখানে চাননি, বলেছেন তিন ব্রিফ কর্মকর্তা। অনেক রিপাবলিকান ট্রাম্পের বিরোধিতার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে অভিযুক্ত করেছেন। কিন্তু গোয়েন্দা কর্মকর্তারা ওই অভিযোগগুলো বাতিল করে দেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, আমেরিকানদের উদ্যোগ ব্যর্থ করতে অপ্রতিরুদ্ধ রুশরা ২০২০ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং পরীক্ষা চালাচ্ছেন। কিন্তু, একটি বিষয়ে তারা সজাগ এবং তা হচ্ছে, তাদের একটি নতুন প্লেবুকের প্রয়োজন যে পদ্ধতি এখনও শনাক্ত হয়নি। কর্মকর্তারা বলেন, তারা আরও সৃজনশীল ফেসবুজ ও অন্য সামাজিক মিডিয়া তৈরি করেছেন। তারা বলেন, রুশ কর্মীরা পুনরায় উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্যের জন্য আমেরিকানদের পেতে চাইছে এবং রুশরা অন্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের সার্ভার থেকে কাজ করে যাচ্ছেন। অথচ তারা জানেন যে, আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো দেশের অভ্যন্তরে সে কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
×