ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমিরাতে হামলায় আহত বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ১২:২২, ২১ ফেব্রুয়ারি ২০২০

আমিরাতে হামলায়  আহত  বাংলাদেশীর  মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতে একদল সুদানী নাগরিকের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। আরব আমিরাতের শারজাহতে নিহত ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ ইসমাইল (৩২)। তিনি চট্টগ্রামের পটিয়ার মনসা গ্রামের আবুল কাশেমের ছেলে। খবর বিডিনিউজের। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শারজাহ-এর আল কাসেমী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের আত্মীয় ও আমিরাত প্রবাসী ওমর ফারুক রেজা এবং কাইসার নাহিদ। তারা জানান, ৩১ জানুয়ারি তাদের বসবাসস্থল আলি মুসায় ক্যাম্পের কাছে পাকিস্তানী মালিকানাধীন কোম্পানি সালমান শেখ কন্ট্রাক্টিং কোম্পানির লোকজনের সঙ্গে পাশের ক্যাম্পের একদল সুদানীর ঝগড়া হয়। রাতে সুদানীরা লাঠিসোটা দিয়ে অতর্কিত ক্যাম্পে হামলা করলে ইসমাইল গুরুতর জখম হয়। ২০ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটানোর পর শুক্রবার সকালে ইসমাইলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত ইসমাইল স্ত্রী, ছয় বছরের একটি কন্যা সন্তান ও সাত মাস বয়সের পুত্র সন্তান রেখে গেছেন।
×