ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে হ্যালেপ-পিসকোভা

প্রকাশিত: ১০:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২০

 কোয়ার্টার ফাইনালে হ্যালেপ-পিসকোভা

স্পোর্টস রিপোর্টার ॥ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিনা পিসকোভা, গারবিন মুগুরুজা, সিমোনা হ্যালেপ এবং এলিনা রিবাকিনা। টানা দুই জয়ে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন তারা। বুধবার রোমানিয়ার সিমোনা হ্যালেপ তিন সেটের কঠিন লড়াইয়ে ওনস জেবিয়ারকে পরাজয়ের স্বাদ উপহার দেন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-৬, ৬-২ এবং ৭-৬ (৭) সেটে পরাজিত করেন দারুণ ফর্মে থাকা জেবিয়ারকে। স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজাও তিন সেটের লড়াইয়ে ৭-৫, ৪-৬ এবং ৬-৪ গেমে হারান ভেরোনিকা কুদেরমেতোভাকে। আরেক ম্যাচে ক্যারোলিনা পিসকোভা তো ৬-১ এবং ৬-২ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দেন ক্রিস্টিনা মাদেনোভিচকে। এছাড়া এরিনা রিবাকিনা, এ্যারিনা সাবালেঙ্কাও দারুণ জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। নতুন বছরের সূচনাটা এবার ভাল হয়নি সিমোনা হ্যালেপের। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজার কাছে হেরে মেলবোর্ন থেকে ছিটকে যান রোমানিয়ান তারকা। এরপর আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি হ্যালেপ। দুবাই চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেন শীর্ষ বাছাই হিসেবে। সময়ের আলোচিত তারকা জেবিয়ারকে হারাতে এদিন তার সময় লেগেছে ঠিক দুই ঘণ্টা। তিউনিসিয়ান তারকার বিপক্ষে তৃতীয় সেটটা ছিল নাটকীয়তাই ভরা। এই জয়ের পর রোমানিয়ান তারকা বলেন, ‘এটা ছিল একটা ফুটবল ম্যাচ কিংবা ফেড কাপের ম্যাচের মতো। কোর্টে যে কি হচ্ছিল তা সত্যি আমি বুঝতে পারিনি। আমাদের উভয়েরই প্রচুর শক্তি তাই দুজনেই আমাদের সেরাটা ঢেলে দিয়েছি। আমি মনে করি অসাধারণ একটা ম্যাচ খেলেছি।’ প্রথম সেটে হেরেও কিভাবে দোর্দ- প্রতাপে ঘুরে দাঁড়ালেন ম্যাচে? দুটি গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ‘ম্যাচের সময় যদি ছন্দ খুঁজে না পাওয়া যায় তখন আমি একটা কাজই করি সেটা হলো মাথা নিচু করে প্রতিটি বলের জন্য লড়াই চালিয়ে যাই। সহজ কিংবা কঠিন আপনি কোন বলে জিতবেন সেটা কখনও বলা যাবে না। তাই লড়াইটা চালিয়ে যাই। এই ম্যাচে সেটা করতে পেরেছি সে জন্য গর্ব হচ্ছে।’ পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিনা রিবাকিনা। টানা দুই জয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রিবাকিনা ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন কেটেরিনা সিনিয়াকোভাকে। দুবাই চ্যাপিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ এখন ক্যারোলিনা পিসকোভা। দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে দারুণ খুশি রিবাকিনা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আজ সত্যি খুব ভাল সার্ভ করেছি আমি। আসলে এটার ওপর আলাদাভাবে নজর দিয়েছিলাম।
×