ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া-অসি প্রথম টি২০ আজ

প্রকাশিত: ১০:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

 প্রোটিয়া-অসি প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ সবেমাত্র সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে জেতার স্বাদ পায়নি প্রোটিয়ারা। টেস্ট সিরিজে ৩-১ এবং টি২০ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে তারা আর ওয়ানডে সিরিজ ড্র করেছে ১-১ সমতায়। এবার ৪ দিনের বিরতিতেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে তারা। ৩ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ আজ। জোহানেসবার্গে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম টি২০তে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ দুর্দান্ত খেলেও জিততে পারেনি প্রোটিয়ারা। তিন ম্যাচেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে স্বাগতিক দল। বিশেষ করে অধিনায়ক কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা দারুণ ফর্মে ছিলেন বলেই ভাল একটি সিরিজ গেছে প্রোটিয়াদের। কিন্তু প্রথম টি২০ ম্যাচে ১ রানে জিতলেও বাকি দু’টিতে ২ রান ও ৫ উইকেটে হেরেছে তারা। সেখানে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদের দায়টাই বেশি। কারণ ব্যাটসম্যানরা বড় সংগ্রহ এনে দিলেও বোলিং ব্যর্থতায় ইংলিশদের ঠেকাতে পারেনি তারা। অসিদের বিপক্ষে আজ বাভুমা খেলতে পারবেন না প্রথম ম্যাচেই। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তবে ফিরেছেন ফাফ ডু প্লেসিস, অবশ্য নেতৃত্ব থাকছে ককের কাঁধেই। আর পেসার কাগিসো রাবাদাও ফিরে আসায় বোলিং বিভাগ কিছুটা শক্ত হয়েছে। আনরিখ নর্টজেও দলে যোগ হয়েছেন। তাদের জায়গা দিতে ছিটকে গেছেন রিজা হেনড্রিকস, ব্যুরেন হেনড্রিকস ও সিসান্দা মাগালা। অনেকটাই পরিবর্তিত দল নিয়েই অসিদের মুখোমুখি হচ্ছে তারা। অস্ট্রেলিয়া এ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলবে। দারুণ ফর্মে আছেন তিনি ও ডেভিড ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েল ফিরলেও কনুইয়ের ইনজুরিতে ছিটকে গেছেন। তবে সদ্যই শেষ হওয়া বিগব্যাশ টি২০তে আলো ছড়িয়ে আসা মিচেল মার্শ, ডি’আর্চি শর্ট ও ম্যাথু ওয়েডের জন্য সুযোগ আন্তর্জাতিক টি২০ ফরমেটে নিজেদের প্রমাণ করার। সর্বশেষ তিন টি২০ সিরিজেই ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জিতেছে অসিরা, হারেনি কোন ম্যাচই।
×