ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই তারিক কাজীর অভিষেক বসুন্ধরা কিংসে

প্রকাশিত: ১০:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২০

সেই তারিক কাজীর অভিষেক বসুন্ধরা কিংসে

রুমেল খান ॥ গত বছরের নবেম্বরের প্রথম সপ্তাহে একজন ফুটবলারকে নিয়ে সবার মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছিল। বলা হচ্ছিল জামাল ভুঁইয়ার মতো আরেক দক্ষ-কুশলী বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। ফিনল্যান্ড প্রবাসী সেই কাজী তারিক রায়হানের অবশেষে বহুল আলোচিত অভিষেক হয়ে গেল বৃহস্পতিবার। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগে ক্লাবের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের ৪০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন তিনি। তিনি মূলত রাইটব্যাক হলেও এই ম্যাচে তাকে কোচ অস্কার ব্রুজোন সেন্টারব্যাক পজিশনে খেলান। ম্যাচে শুরুর দিকে কিছুটা আড়ষ্ট মনে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেশ আস্থার সঙ্গেই খেলেছেন তারিক। তবে তার অভিষেকটা স্মরণীয় হতে পারেনি দল ড্র করায়। তবে গত ১৩ ফেব্রুয়ারিতে নীলফামারীতে অনুষ্ঠিত লীগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষেই অভিষেক হতে পারতো তারিকের। ওই ম্যাচে ড্যানিয়েল কলিড্রেসের গোলে কিংস জয়ী হয়। কোচ অস্কার তারিককে ওই ম্যাচে খেলাননি কৌশলগত কারণে। সম্ভবত তার ওপর চাপ কমাতেই তাকে মাঠে নামানো হয়নি ওই ম্যাচে। জাতীয় দলের শক্তি বাড়ানোর জন্য বিশ্বের অনেক দেশেই ভিনদেশী ফুটবলারদের দলভুক্ত করার নজির আছে। বাংলাদেশও একবার এ পথে হাঁটার চেষ্টা করেছিল। কিন্তু নানা জটিলতায় তা আর হয়নি। তবে এক্ষেত্রে তারা বিকল্প একটি পন্থা অবলম্বনও করেছিল জাতীয় দলের সাবেক দুই ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং রেনে কোস্টারের মাধ্যমে, সেই ২০১৩ সালে। সেটি হলো বাংলাদেশী বংশোদ্ভূত দক্ষ ও কুশলী ফুটবলার দলে নেয়া। সেজন্য ইন্টারনেটে এ জাতীয় বিজ্ঞপ্তিও দেয়া হয় বাফুফের তরফ থেকে। এর প্রেক্ষাপটে চারজন ফুটবলার যোগাযোগ করেন। আর হলেন অস্ট্রেলিয়ার আনন্দ রহমান, ডেনমার্কের জামাল ভুঁইয়া, জার্মানির রিয়াসত খাতন এবং যুক্তরাষ্ট্রের ফারহান খান। এদের কেউ প্রশিক্ষণের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং ক্যাম্প ছেড়ে চলে যান, কেউ ইনজুরি নিয়ে এসে বাদ পড়েন। টিকে যান জামাল ভুঁইয়া। জামাল এসেই আলোড়ন সৃষ্টি করেন। কুশলী এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২০১৫ সালে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। কয়েক বছর পরেই বনে যান জাতীয় দলের অধিনায়কও। অনেকেই আক্ষেপ করেছিলেন জামালের মতো আরও কয়েক বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার পাওয়া গেলে জাতীয় দলের শক্তি আরও কয়েকগুণ বৃদ্ধি পেত। বাফুফে কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একজনকে পাওয়া যায়। তবে বাফুফে পায়নি। পায় দেশীয় ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটির সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ১৯ বছর বয়সী কাজী তারিকের। তারিক এখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন বলে মনে করেন বসুন্ধরা ক্লাব সংশ্লিষ্টরা।
×