ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মার্চে দুদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২০

 মার্চে দুদিনের সফরে জাপান যাচ্ছেন  প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ ও ৩১ মার্চ প্রধানমন্ত্রীর এ সফরের কথা রয়েছে। সফরকালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির বিখ্যাত সাকুরা ফুলের সৌন্দর্য উপভোগ করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ওয়েবসাইটের। সূত্র জানায়, এ সফরে দুদেশের মধ্যে নতুন কোন চুক্তির সম্ভাবনা নেই। তবে পুরনো চুক্তিগুলো পর্যালোচনা ও যথারীতি ফলোআপ করা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন কোন চুক্তির সম্ভাবনা না থাকলেও সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ মুহূর্তে জাপান আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। তিনি বলেন, এ কারণে বন্ধু রাষ্ট্রদের সমর্থন নিজের পক্ষে রাখতে ব্যস্ত সময় পার করছে জাপান। বাংলাদেশ জাপানের পরীক্ষিত বন্ধু হওয়ায় গত বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করে ২০২০ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপানে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানান। এর প্রেক্ষিতে আগামী মার্চের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি প্রায় চূড়ান্ত। দুদিন জাপান সফর করবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৯ সালের মে মাসের শেষের দিকে জাপানে নিক্কি কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি সই হয়। সফরকালে জাপানের সম্রাটের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
×