ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতীকী কাবা বাণিজ্য

ভন্ডপীরসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

প্রকাশিত: ১০:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০২০

 ভন্ডপীরসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার দোহারে নিজ বাড়িতে প্রতীকী কাবা শরীফ স্থাপন করে ৭৫০ টাকায় পবিত্র হজের নামে প্রতারণা করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় ভন্ডপীর মোঃ মতিউর রহমানসহ ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডের রায় দিয়েছে আদালত। বৃৃহস্পতিবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। অপর দন্ডিতরা হলেন সেন্টু পীর, শুক্কুর, লিয়াকত, কাজল, জিন্টু, আলমাছ, জুলহাস ও আরিফুল ইসলাম বিদ্যুত । দন্ডিতদের মধ্যে মোঃ মতিউর রহমান দন্ডবিধির ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২ বছর ও হজ করানোর জন্য ৭৫০ টাকা করে নেয়ার জন্য ১ বছরের কারাদন্ড এবং অপর আসামিদের সহযোগী হিসেবে ১ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি বিদ্যুত ও জিন্টু ছাড়া অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
×