ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৃশ্যমান হবে ৩৭৫০ মিটার

পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১০:১০, ২১ ফেব্রুয়ারি ২০২০

 পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসছে আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসছে আজ শুক্রবার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাজিরা প্রান্তের ২৯ ও ৩০নং খুঁটির ওপর বসতে যাচ্ছে ৫-ই নম্বর স্প্যানটি। এ লক্ষ্যে আনুষঙ্গিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত। স্প্যানটি বসার কথা ছিল গত ১৭ ফেব্রুয়ারি। ২৫তম স্প্যান বসানো হলে সেতুর তিন হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হবে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের এসব তথ্য দিয়ে বলেন, নদীর তলদেশের কাজে অগ্রগতি থাকায় দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর স্প্যান বসানোসহ অন্যান্য কাজ। এর আগে গত ২৩ জানুয়ারি ২২তম স্প্যান বসানো হয়। এর ১১ দিনের মাথায় ২ ফেব্রুয়ারি বসে পদ্মা সেতুর ২৩তম স্প্যান। আর এর নয়দিনের মাথায় ১১ ফেব্রুয়ারি সর্বশেষ বসানো হয়েছে ২৪তম স্প্যান। এবার নয়দিন পর ২৫তম স্প্যান বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী এবং প্রকল্পটির ম্যানেজার দেওয়ান আব্দুল কাদের আরও জানান, প্রতিমাসে তিনটি করে স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর পুরো ৪১টি স্প্যান আগামী জুলাইয়ের মধ্যে বসানো সম্ভব হবে। ইতোমধ্যেই চলতি ফেব্রুয়ারি মাসে দুটি স্প্যান বসানো হয়েছে। এই মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, সেতুর ৪২টি খুঁটির মধ্যে ৩৮টি খুঁটি সম্পন্ন হয়ে গেছে। বাকি চারটি খুঁটির কাজ চলছে। এর মধ্যে ১০ ও ১১ নম্বর খুঁটি শেষ প্রায়। ২৬ ও ২৭ নম্বর খুঁটির কাজ চলছে। সেতুর ১১ নম্বর খুঁটির কাজ একেবারে শেষদিকে। মাওয়া প্রান্তের এই খুঁটির পুরোপুরি কাজ শেষ হচ্ছে চলতি মাসেই। আর এর পাশে ১১ নম্বর খুঁটির কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহে। জাজিরা প্রান্তের ২৭ নম্বর খুঁটির কাজ সম্পন্ন হচ্ছে মার্চে। এর পাশের ২৬ নম্বর খুঁটির কাজ সবার শেষে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা রয়েছে। সেতুটি এখন দৃশ্যমান তিন হাজার ৬০০ মিটার। শুক্রবার ২৫তম স্প্যান বসানো হলে তিন হাজার ৭৫০ মিটার দৃশ্যমান হবে। চীনে করোনাভাইরাস সত্ত্বেও এখানে এখনও কার্যক্রম চলছে। চীনা নববর্ষের ছুটিতে গিয়ে এখানকার মূল সেতু নির্মাণে কর্মরত ৭১৩ চীনা কর্মীর মধ্যে ৩৩২ চীনা কর্মী চীনে আছেন। তবে চীনা নববর্ষ পালন করতে যাওয়া পদ্মা সেতুর ৩৩২ কর্মীর কেউই করোনায় আক্রান্ত হননি বলে জানান এই প্রকৌশলী। তারা নববর্ষ পালন করতে গিয়ে চীনে আটকা পড়েছেন। করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার কারণে তাদের সেখানে অবস্থান করতে হচ্ছে। আগামী ২/১ সপ্তাহের মধ্যে তারা সেতুর কাজে যোগদান না করলে কাজের গতি কমবে।
×