ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষ: আহত ৮

প্রকাশিত: ০৬:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২০

বাঁশখালীতে জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষ: আহত ৮

নিজেস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ের ১নং ওয়ার্ডের পশ্চিম গন্ডামার গ্রামের মেহের খাতুন বাপের বাড়ীতে জায়গা বিরোধ নিয়ে ২ ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে সংঘটিত সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে অন্তত ৮ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশাংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসনা বড়ুয়া। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম মজুমদার বলেন, জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গন্ডামারা ইউপির ১নং ওয়ার্ডের মেহের খাতুন বাপের বাড়ীর আবীর আহমদের পুত্র মরতুজ আলীর সাথে তার চাচাত ভাই আহমদুর রহমানের পুত্র বাদশার বসতবাড়ীর সীমানার জায়গা নিয়ে দীর্ঘদীন বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বাদশা গং বিরোধীয় জায়গার উপরে খুটি স্থাপন করতে গেলে মরতুজ আলী গং বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষ ধারলো অস্ত্র-স্বস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় উভয় পক্ষের নারী-পুরুষসহ আহত হয়েছে অন্তত ৮ জন। আহতরা হলেন- মরতুজা আলী(৩৫), নুর জাহান বেগম(৩২), বখতেয়ার হোসেন(১৮), দেলোয়ার হোসেন(১৫), ছেনুয়ারা বেগম(৪০), মরিয়ম বেগম(১৮) ও বাদশা(২৩)।
×