ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন, মোদি ও ট্রাম্পের অপেক্ষায় সৌরভ

প্রকাশিত: ১১:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২০

 আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন, মোদি ও ট্রাম্পের অপেক্ষায় সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ আহমেদাবাদে এখন সাজ সাজ রব। গুজরাটের রাজধানীতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। অনেক ওপর থেকে তোলা সর্দার প্যাটেল স্টেডিয়ামের একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ছবিটি দেখে অভিভূত বিসিসিআই বস সৌরভ গাঙ্গুলীর টুইট, ‘আহমেদাবাদে এমন বিশাল, সুন্দর স্টেডিয়াম দেখে খুব ভাল লাগছে। খেলোয়াড় আর অধিনায়ক হিসেবে এই মাঠে দারুণ কিছু স্মৃতি আছে। ইডেনে একলাখ দর্শকের (এর বেশি নয়) সামনে খেলে বেড়ে উঠেছি। ২৪ তারিখের জন্য আর অপেক্ষা করতে পারছি না’। গ্রেট সৌরভের খেলোয়াড়ী জীবনে কলকাতার ইডেন গার্ডেনসের ধারণক্ষমতা একলাখ থাকলেও এখন কমে ৬৫ হাজারের মতো। সেখানে সংস্কার করা সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা দেখতে পারবে একলাখ ১০ হাজার দর্শক। ২৪ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই স্টেডিয়াম উদ্বোধন করবেন সফরকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোতেরা নামে পরিচিত স্টেডিয়ামটি তৈরি হয় ১৯৮২ সালে, গুজরাট রাজ্য সরকারের অনুদানের ৫০ একর জমিতে। পরের বছর অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেট। ১২টি টেস্ট, ২৪টি ওয়ানডে আর একটি টি২০ ম্যাচ হয়েছে এখানে। ২০১২ সালে ওই টি২০ ছিল ভারতের মাটিতে পাকিস্তানের সর্বশেষ শেষ ম্যাচ। এছাড়া মোতেরায় সর্বশেষ ওয়ানডে ম্যাচটি হয়েছিল ২০১৪ সালের নবেম্বরে, ভারত-শ্রীলঙ্কার মধ্যে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পুনঃনির্মাণ শুরু হয় পরের বছরই। যেটি এখন পুরোপুরি প্রস্তুত।
×