ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি ॥ ১৭ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১২:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 সাগরপথে মালয়েশিয়া  যাওয়ার প্রস্তুতি ॥ ১৭ রোহিঙ্গা আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে ১৭ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শাপলাপুর বাহারছড়ায় এই অভিযান চালানো হয় বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ লিয়াকত আলী জানান। খবর বিডিনিউজের। সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে ২১ জনের মৃত্যুর ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের আরেকটি যাত্রার এই উদ্যোগ দেয়া হয়। এসআই লিয়াকত বলেন, একটি মানবপাচার চক্র রোহিঙ্গা ক্যাম্পের কয়েকজনকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য শাপলাপুরে জমায়েত করেছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৭ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন মহিলা। গত মঙ্গলবার ১৩৮ জন যাত্রী নিয়ে সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের অদূরে একটি ট্রলার ডুবে যায়। এতে ২১ জন নিহত হন। ৭৩ জনকে জীবত উদ্ধার করা হয়েছে।
×