ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে বৃদ্ধা খুন

প্রকাশিত: ১০:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 রাজধানীতে বৃদ্ধা খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আরামবাগ এলাকায় নিজ বাড়িতে ছবি কুরি (৬২) নামে পক্ষাঘাতে আক্রান্ত এক বৃদ্ধা খুন হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ ১৮২/এ নম্বর ভবনের চর্তুথতলার বেডরুম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পুলিশ স্ত্রী হত্যার সন্দেহে তার স্বামী গোপাল চন্দ্র কুরিকে (৭৮) আটক করেছে। পুলিশ জানায়, ১৬ বছর ধরে ওই বৃদ্ধা পক্ষাঘাতে আক্রান্ত। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধার মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হতে পারে। একটি খুনেই ৪০ বছরের তাদের সংসার মূর্হূতে শেষ হয়ে গেল। পরিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্নহত্যা রাজধানীর হাতিরঝিলে পারিবারিক কলহের জেরে সাইদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ মগবাজার নয়াটোলার এলাকার ১৭৭ নম্বর ভবনের চতুর্থতলার ভাড়াটিয়ার কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুরে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। দুই কন্যার জনক ছিলেন তিনি। নিহতের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন জানান, বড় ভাই সাইদুল সাভারে ভূমি অফিসে আউটসোর্সিংয়ের কাজ করত। সে নেশা করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত।
×