ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে কোম্পানি সংশোধন বিল পাস

প্রকাশিত: ১০:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 সংসদে কোম্পানি  সংশোধন বিল  পাস

সংসদ রিপোর্টার ॥ ব্যবসা-বাণিজ্য সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশনের সময় লোগো রেজিস্ট্রেশনের বিধান তুলে দিয়ে ‘কোম্পানি (সংশোধন) বিল-২০২০’ শীর্ষক বিল পাস করেছে সংসদ। ফলে এখন শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। কোম্পানির কমন সিল, সাধারণ সিল ও অফিসিয়াল সিল নিবন্ধনের দরকার হবে না। বিলটি পাসের সময় পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা এই বিপদকে (পেঁয়াজ সঙ্কট) সম্পদে পরিণত করব। আপনারা একটু অপেক্ষা করুন, আগামী তিন বছরে অমরা পেঁয়াজেও উদ্বৃত্ত হব, রফতানিও করব। আর আগামী রমজান মাসকে সামনে রেখে ৩০ হাজার টন ভোজ্য তেল, ৩০ হাজার টন চিনি ব্যবস্থা করে রেখেছি। গত রমজানের তুলনায় এবার দশগুণ শক্তি নিয়ে আমরা বাজারে থাকব।
×