ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হোয়াটসএ্যাপের গ্রাহক দুই শ’ কোটি

প্রকাশিত: ১০:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 হোয়াটসএ্যাপের গ্রাহক দুই শ’ কোটি

গ্রাহক সংখ্যা দুই শ’ কোটি ছাড়িয়েছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং এ্যাপ হোয়াটসএ্যাপ। বিশ্বের দ্বিতীয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম হিসেবে এই মাইলফলকে পৌঁছল প্রতিষ্ঠানটি। ঠিক কীভাবে এই গ্রাহক সংখ্যা হিসাব করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি হোয়াটসএ্যাপ। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে ফেসবুক যখন প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে তখন এর গ্রাহক ছিল ৫০ কোটি। বিশেষভাবে তরুণদের মাঝে বেশি জনপ্রিয় এই চ্যাটিং মেসেঞ্জারটি। ইনস্টাগ্রাম এবং হোয়াটসএ্যাপের মতো দ্রুত বর্ধমান বিভাগগুলো থেকে আয় বাড়ানোর পরিকল্পনা করছে ফেসবুক। হোয়াটসএ্যাপের জন্য ই-কমার্স টুলও বানাচ্ছে প্রতিষ্ঠানটি। আগের বছর নবেম্বরে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য হোয়াটসএ্যাপ বিজনেস এ্যাপে একটি ফিচার চালু করেছে হোয়াটসএ্যাপ। -রয়টার্স
×