ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমি অপরাজনীতির শিকার ॥ মেয়র নাছির

প্রকাশিত: ১০:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 আমি অপরাজনীতির  শিকার ॥  মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন না পাওয়ার নেপথ্যে অপরাজনীতি ছিল বলে দাবি করেছেন আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, আমি অপরাজনীতির শিকার। এমন করার দরকার ছিল না। বললে মেয়র পদ এমনিতেই ছেড়ে দিতাম। আমি মনোনয়নপত্র সংগ্রহই করতাম না। যা হয়েছে তা দুঃখজনক। তবে আমার কোন অভিমান, ক্ষোভ বা রাগ নেই। আমি রাজনৈতিক মাঠের কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজাউল করিম চৌধুরীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাকে জয়ী করতে আমি নিজের শতভাগ উজাড় করে দেব। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র আ জ ম নাছির উদ্দিন কথাগুলো বলেন। বক্তব্যে তুলে ধরেন তার রাজনৈতিক অতীত। তিনি বলেন, চরম দুঃসময়ে রাজনীতি শুরু করেছিলাম। অনেকবার মৃত্যুর মুখে পড়েছিলাম, নির্মমভাবে আক্রান্ত হয়েছিলাম। মেয়র পদে মনোনয়ন না পাওয়ার বিষয়টির পেছনে তিনি অপপ্রচার ও মিথ্যাচারকে দায়ী করে বলেন, ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধুর এক খুনীর আত্মীয়ের সঙ্গে যে ছবি প্রচার করা হয়েছে তা মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক। তিনি বলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আকরাম খানের অক্সিজেন এলাকায় তার একটি দোকান উদ্বোধনে গিয়েছিলাম। চরম দুঃসময়ে আমি আকরামের বাড়িতে গিয়ে প্রায় দেড় দু’মাস একটি কক্ষে কাটিয়েছি। তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনীতে গিয়ে জাস্ট একটি কেক কেটে চলে এসেছি। আমার পাশে কে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে আমি দেখিওনি। ছবিতে শাহরিয়ার রশিদ খানের ভাই পরিচয়ে যাদের প্রচার করা হয়েছে তাদের আমি চিনিও না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন তাকে জয়ী করতে শতভাগ কাজ করব। বিগত দিনে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি নির্বাচনে দলের প্রার্থীকে জেতাতে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করব। বক্তব্যে তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, মেয়াদকালে ৩ হাজার ৫শ’ কোটি টাকার বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছি। পুরো চট্টগ্রাম শহরকে লাইটিংয়ের আওতায় এনেছি। আগ্রাবাদ এক্সেস রোডসহ অনেকগুলো সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ হয়েছে। পোর্ট কানেক্টিং সড়কের কাজ হচ্ছে। এরমধ্যেই যে কাজগুলো হচ্ছে তার সুফল নগরবাসী পেতে শুরু করেছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ দ্রুততার সঙ্গে শেষ হলে জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। চসিক মেয়র চট্টগ্রামের ক্রীড়ার উন্নয়নে নিজের ভূমিকা প্রসঙ্গে জানান, তার বাবাও ছিলেন ক্রীড়া সংগঠক এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক। ছোটবেলা থেকেই খেলার প্রতি আকর্ষণ।
×