ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের ৫ সদস্য পাকড়াও

প্রকাশিত: ১০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের  ৫ সদস্য  পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসাইন। তিনি জানান, খুলনার খালিশপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাকিব হাসান অনিক (২২), মাহমুদুল হাসান (২৮), সায়াহাম ওরফে সাদ (২১), আবুল বাশার ওরফে হৃদয় (২২) ও আসাহাবুর রহমান (২১)। পুলিশ কর্মকর্তা জানান, রাসেল সিকদার নামের একজন বিকাশের প্রতারকদের মাধ্যমে সাড়ে ৭৬ হাজার টাকা প্রতারণার শিকার হয়ে ঢাকার চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। সিআইডি মামলাটির তদন্ত পেয়ে অপরাধী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছে ১৫০ কোম্পানির সিমযুক্ত ১৭ মোবাইলসহ একটি বিকাশের ক্যাশ আউট রেজিস্ট্রার পাওয়া যায়। সায়াহাম, আবুল বাশার ও আসাহাবুর রহমানের কাছ থেকে ১৬০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
×