ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল কসমেটিক্স ও মাদক বেচাকেনার দায়ে ৩ জনের কারাদন্ড

প্রকাশিত: ১০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 নকল কসমেটিক্স ও মাদক বেচাকেনার দায়ে ৩ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে নকল কসমেটিক্স ও মাদক বেচাকেনার অপরাধে তিনজনকে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার রাত পৌনে ১২টায় চকবাজারের মৌলভীবাজার টাওয়ারের পেছনে আবাসিক ভবনে অভিযান শুরু করে র‌্যাব-১০-এর একটি দল। অভিযানে মাদকের সঙ্গে বিপুল পরিমাণ নকল কসমেটিক্স পণ্য জব্দ করা হয়। পরে সেখানে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে নকল প্রসাধনী বিক্রয় ও মাদক সেবনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। র‌্যাব-১০-এর কোম্পানি কমান্ডার (লালবাগ) মেজর আনিসুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০-এর একটি দল মাদকবিরোধী অভিযানে যায়। প্রথমে ১২৮ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন খোকন (৪২) নামে একজনকে আটক করা হয়।
×