ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময় ॥ অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১০:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময় ॥ অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসী রোহিঙ্গা ও পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হন। আটক সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোরে কুতুপালং ক্যাম্প ৬ ও ৩-এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় একটি অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ বিষয়ে কুতুপালং মধুরছড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ মোবারক হোসেন বাদী হয়ে মঙ্গলবার উখিয়া থানায় অস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপের দায়ে পৃথক দুটি মামলা করেন। ক্যাম্প পুলিশ জানায়, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একদল সন্ত্রাসী রোহিঙ্গা যুবক খালেদকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে অপহৃত খালেদকে উদ্ধার করে নিয়ে আসার সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে।
×