ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একটি এ্যাপসে সকল সেবা নিয়ে আসছে মাউশি

প্রকাশিত: ১০:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

একটি এ্যাপসে সকল সেবা নিয়ে আসছে  মাউশি

স্টাফ রিপোর্টার ॥ দেশের সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল সেবা ওয়ান স্টপ সার্ভিসে আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শীঘ্রই একটি এ্যাপসের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলে অনলাইনে আবেদন করে ১৬০ ধরনের সেবা নিতে পারবেন। এ্যাপসের মাধ্যমেই আবেদনকারীরা আবেদনের সর্বশেষ অবস্থা বা স্ট্যাটাস জানতে পারবেন। কর্মকর্তারা বলছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষেই এ কার্যক্রম হাতে নিয়েছে মাউশি। কাজ শুরু হয়েছে। উদ্যোগ বাস্তবায়ন হলে কেবল একটি এ্যাপসের মাধ্যমে সকল সার্ভিস প্রদান, শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে (ইএমআইএস) শিক্ষকদের সকল তথ্য সংরক্ষণ সফটওয়্যার আপডেট, শিক্ষার্থীদের ক্লাস ও সেলফ মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন করা সম্ভব হবে। এছাড়া জাতীয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানগুলো নিয়ে রচিত বুকলেট বিতরণসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশ কিছু কার্যক্রম থাকবে। এর মাধ্যমে একদিকে যেমন সেবা প্রত্যাশীদের হয়রানি কমবে, অন্যদিকে অনিয়ম ও ভোগান্তি লাঘব হবে।
×