ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে মেছো বাঘের অসুস্থ ছানা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বরিশালে মেছো বাঘের অসুস্থ ছানা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাবুল মীরের বাড়ির একটি পরিত্যাক্ত বসত ঘর থেকে বিপন্ন প্রজাতির প্রানীর হিসেবে পরিচিত মেছো বাঘের একটি অসুস্থ ছানা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে মেছো বাঘের ওই ছানাটি উপজেলা বন সংরক্ষন কমর্কতার কাছে হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মেছো বাঘের অসুস্থ্ ছানাটি বন সংরক্ষন কমর্কতার হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে মেছো বাঘের অসুস্থ ছানাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। তদন্ত কেন্দ্রের কনেস্টবল ইমান আলী ঘটনাস্থল থেকে মেছো বাঘের ছানাটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানকে অবহিত করেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ছানাটিকে তার অফিসে নিয়ে আসেন এবং উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা খাদ্য পরির্দশক অশোক কুমার চৌধুরীর উপস্থিতিতে মেছো বাঘের ওই ছানাটিকে গৌরনদী উপজেলা বন সংরক্ষন কমর্কতা মোঃ সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
×