ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

ফরিদপুরে ঘর থেকে  স্বামী-স্ত্রীর  লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরে এক ঘরে মিলল স্বামী ও স্ত্রীর লাশ। স্ত্রী মৃত অবস্থায় শয্যায় শোয়া ছিল। অপরদিকে স্বামীকে ঘরের সিলিংফ্যানে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনা ঘটেছে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকায়। সোমবার রাত ৮টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘরের দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করে। মৃত স্বামী ও স্ত্রীর নাম রাজীব বিশ্বাস (৩৪) ও স্মৃতি বণিক (২২)। এরা দুজনই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারীর বাসিন্দা। স্মৃতি বণিক মুকসুদপুরের বাটিকামারীর খোকন বণিকের মেয়ে। তবে রাজীবের বাবার নাম জানা যায়নি। এলাকাবাসী জানায়, দুই বছর আগে ফরিদপুরের লঞ্চঘাটের মোঃ বরকতের একতলা পাকা বাড়িটি ভাড়া নেন তারা। বরকতের বাড়িটি লঞ্চঘাট এলাকায় কুমার নদের পূর্বপাড় সংলগ্ন। রাজীব একটি কলেজে শিক্ষকতা করতেন বলে প্রাথমিক খবরে জানা গেছে। ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সোমবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার কথা তারা শুনেছেন। দুপুর ও বিকেল পর্যন্ত রাজীব ও স্বপ্না যে বাড়িতে থাকেন সে বাড়ির প্রতিটি দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। দুপুর, বিকেল, সন্ধ্যায় ওই বাড়ির কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা বাইরে থেকে খুলে দেখতে পান রাজীবের শরীর সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে এবং স্বপ্না একই কক্ষে শয্যায় পড়ে আছেন। পরে তারা পুলিশে খবর দেন। স্বপ্নার এক আত্মীয় গোপাল পোদ্দার জানান, দুই বছর আগে রাজীব ও স্বপ্না নিজেদের পছন্দমতো বিয়ে করেন। বিয়ে করার পর তারা ফরিদপুর শহরে এসে বসবাস শুরু করেন। এ দুই বছরে তাদের কোন সন্তান হয়নি। ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, পুলিশ দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজীবের লাশ এবং শয্যায় পড়ে থাকা অবস্থায় স্বপ্নার লাশ উদ্ধার করে। তিনি বলেন, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয় সেটি ভেতর থেকে বন্ধ ছিল। তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মঙ্গলবার পাঠানো হবে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×