ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকা বরাদ্দের চিঠি

প্রকাশিত: ১০:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের  নৌকা বরাদ্দের চিঠি

বিশেষ প্রতিনিধি ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সম্প্রতি শূন্য হওয়া দেশের পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক নৌকা বরাদ্দের চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনকণ্ঠকে জানান, চট্টগ্রামের মেয়র প্রার্থী এবং পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে যাদের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তারা সবাই দলের মনোনয়নের চিঠি নিয়ে গেছেন। ধানম-ির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে রবিবার এবং সোমবার মনোনীত প্রার্থীদের কাছে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি দেয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর হাতে দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি পান মেয়র পদে চট্টগ্রামের নতুন মুখ এই পোড় খাওয়া নেতা। এ সময়ে আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমিন, উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন। দলের চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পাওয়ার পর রেজাউল করিম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র নির্বাচিত হলে সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক চট্টগ্রাম নগরী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের সবাই তার জয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকেও এই নির্বাচনে তিনি পাশে পাবেন বলে জানান। বর্তমান মেয়রসহ ১৯ প্রার্থীকে ডিঙ্গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পান রেজাউল করিম চৌধুরী। তৃণমূল থেকেই উঠে এসেছেন এই নেতা। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়ও অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এছাড়া ঢাকা-১০ আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি আমীরুল আলম মিলন, বগুড়া-১ আসনে প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নানের সহধর্মিণী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এবং যশোর-৬ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দের চিঠি প্রদান করা হয়। গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ॥ একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি শেষে আজ মঙ্গলবার রাত ৮টায় সংসদ ভবনের নবম তলায় সরকারী দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
×